ছবি: এক্স থেকে নেওয়া।
ঠিক যেন তাসের ঘর! চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতু। স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার সকালে সাউথ কোরিয়ায় আনসিয়ংয়ে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ জন। সেতুটি ভেঙে পড়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময়ে সকাল ১০টা নাগাদ সাউথ কোরিয়ার রাজধানী থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে আনসিয়ংয়ে সেতু ভাঙার ঘটনাটি ঘটে। সেখানে কয়েক জন নির্মাণকর্মী কাজ করছিলেন। সেতু ভেঙে তাঁদের মধ্যে দু’জন নিহত হয়েছেন। আহত অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এঁদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। বেশ কয়েক জন নিখোঁজ। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাটি নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন বলে খবর।
সেতু ভেঙে পড়ার ভিডিয়োটি স্থানীয় এক সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। ভিডিয়োয় দেখা গিয়েছে, হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি সেতু। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। নেটাগরিকদের একাংশ সেই ভিডিয়ো দেখার পর বিস্ময় এবং উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সাউথ কোরিয়ার রাজধানী সোলের শ্রম মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সে দেশে আট হাজারেরও বেশি নির্মাণকর্মীর মৃত্যু হয়েছে কাজ করতে করতে।