Viral Video

চিকিৎসক কে? উত্তরে ছাত্র লিখল, ‘যিনি বিল লিখে...’, ভিডিয়ো ভাইরাল হতেই হইচই

ভাইরাল সেই উত্তরপত্রের ভিডিয়োতে দেখা গিয়েছে, খাতার উপর ইংরেজিতে একটি প্রশ্ন লেখা রয়েছে লাল কালিতে। প্রশ্নটি হল— ‘হু ইজ় ডক্টর?’ অর্থাৎ, ‘চিকিৎসক কে?’ বা ‘চিকিৎসক কী কাজ করেন?’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

একজন চিকিৎসক কে? তিনি কী কাজ করেন? পরীক্ষায় এমনই প্রশ্ন করা হয়েছিল ছাত্রদের। কিন্তু তার মধ্যেই এক ছাত্রের উত্তর দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভাইরালও হয়েছে ওই ছাত্রের উত্তরপত্রের একটি ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই উত্তরপত্রের ভিডিয়োয় দেখা গিয়েছে, খাতার উপর ইংরেজিতে একটি প্রশ্ন লেখা রয়েছে লাল কালিতে। প্রশ্নটি হল— ‘হু ইজ় ডক্টর?’ অর্থাৎ, ‘চিকিৎসক কে?’ বা ‘চিকিৎসক কী কাজ করেন?’। সেই প্রশ্নের নীচেই নীল কালিতে উত্তর দিয়েছে ছাত্র। ‘সহজ’ ভাবে সে লিখেছে, ‘‘আ পার্সন হু কিলস্‌ ইয়োর ইলস্‌ উইথ পিলস্‌ অ্যান্ড লেটার উইথ বিলস্‌।’’ অর্থাৎ, ওই পড়ুয়া মজার ছলে লিখেছে, ‘‘এক জন চিকিৎসক হলেন সেই ব্যক্তি, যিনি ওষুধ দিয়ে আমাদের রোগ মেরে ফেলেন এবং পরে আমাদেরকে বিল দিয়ে মেরে ফেলেন।’’ এই উত্তরে ওই ছাত্রের শিক্ষক এতটাই মুগ্ধ যে তিনি ওই ছাত্রকে কেবল পূর্ণ নম্বরই দেননি, খাতায় তার প্রশংসাও করেছেন। সেই উত্তরপত্রের ভিডিয়োই ভাইরাল হয়েছে।

‘রম্বোলা রোজ়ি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ৪০ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। তবে ভিডিয়োটি নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের দাবি, নিছকই মজার উদ্দেশ্যে ভিডিয়োটি সাজানো হয়েছে। এমন কোনও ঘটনা নাকি বাস্তবে ঘটেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement