ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বনের ভালুককে ডরায় বাঘ-সিংহও। হিংস্র ভালুকের থাবার সামনে পড়লে বেঁচে ফেরা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। উগ্র মেজাজের কারণে বনের অন্য পশুরাও এড়িয়ে চলে এই প্রাণীটিকে। সেই ধারণা অবশ্য ওলটপালট করে দিয়েছে এক পোষ্য কুকুর। ভালুক দেখে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া তো দূরের কথা, উল্টে ভালুককে তাড়া করে সোজা গাছে তুলে দিয়েছে সারমেয়টি। এমনই এক অদ্ভুত ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘রিয়ালস্টিল হান্টিং’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। (যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ডিসেম্বরে পোস্ট করা এই ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শিকারি কুকুর তাড়া করেছে বড়সড় একটি ভালুককে। ভালুকটির পিছনের অংশ কামড়ে ধরে আছে কুকুরটি। ওই অবস্থায় ভালুকটি প্রাণে বাঁচতে বিশাল একটি গাছের উপরে উঠতে শুরু করে। কুকুরটিও নাছোড়বান্দা। ওই অবস্থায় ভালুকের সঙ্গে ঝুলে গাছ বেয়ে উপরে উঠতে থাকে কুকুরটিও। বেশ খানিকটা উপরে উঠে আক্রমণকারীকে গা থেকে ঝেড়ে ফেলতে সমর্থ হয় ভালুকটি। বেশ উঁচু থেকেই মাটিতে সটান পড়ে যায় কুকুরটি। পড়ে গিয়ে কুকুরটির কী হাল হল তা অবশ্য ভিডিয়োয় দেখা যায়নি। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা-ও স্পষ্ট নয়। এর পর ভালুকটিকে তরতর করে গাছ বেয়ে আরও কিছুটা উপরে উঠে যেতে দেখা যায়।
ভিডিয়োটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বহু বার দেখেছেন। ১৯ লক্ষের বেশি ব্যবহারকারী লাইক দিয়েছেন ভিডিয়োয়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কুকুরের মালিকের শাস্তি হওয়া দরকার।’’ অনেকে আবার কুকুরটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।