viral video

দুর্বল বাঁদর শিকার করতে গিয়ে নাস্তানাবুদ চিতাবাঘ! কপিসেনার হাতে পড়ে লেজ গুটিয়ে পালাল শ্বাপদ

একটি তৃণভোজী দুর্বল প্রাণীকে আক্রমণ করতে গিয়ে একপাল বাঁদরের হাতে রীতিমতো পর্যুদস্ত হল বাঘবাবাজি। সেই মজার ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:৫৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কথায় আছে দশের লাঠি একের বোঝা। যে কাজ একা করা সম্ভব নয় তা দশ জনে মিলে করে ফেলা সহজসাধ্য। সেই প্রবাদের সত্যতা মিলল একটি ভিডিয়োয়। একা পেয়ে একটি বাঁদরকে আক্রমণ করতে এগিয়ে এসেছিল চিতাবাঘ। ঘুণাক্ষরেও টের পায়নি পাল্টা আক্রমণ ধেয়ে আসতে পারে তার দিকে। একটি তৃণভোজী দুর্বল প্রাণীকে আক্রমণ করতে গিয়ে একপাল বাঁদরের হাতে রীতিমতো পর্যুদস্ত হল বাঘবাবাজি। সেই মজার ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘ওয়াইল্ডস অ্যানিম্যালস০৯৭’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

একপাল বাঁদরের হাতে বাঘের হেনস্থা হওয়ার ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। গত ডিসেম্বরে পোস্ট হওয়া সেই ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ১ লক্ষ ৪০ হাজার সমাজমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োয় ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জঙ্গলের মধ্যে পাকা রাস্তায় একদল বাঁদর বসেছিল। হঠাৎ করেই একটি চিতাবাঘ ছুটে এসে সেই দলের একটিকে শিকার করতে চায়। সঙ্গীকে চিতাবাঘের কবলে পড়তে দেখে বাকিরাও ছুটে এসে একজোটে আক্রমণ করে বসে শিকারিকে। আঁচড়ে-কামড়ে চিতাবাঘটিকে মাটিতে শুইয়ে দেয়। চিতাবাঘটির উপর চড়াও হয়ে চলতে থাকে বাঁদরকুলের পাল্টা আক্রমণ। বেগতিক দেখে শিকারের আশা ছেড়ে দেয় চিতাবাঘটি। কোনও রকমে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে লেজ গুটিয়ে চম্পট দেয় হিংস্র শ্বাপদটি। সেটিকে পালিয়ে যেতে দেখে বাদরের দল চিতাবাঘটির পিছু নেয়। এখানেই শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বাঘের কী দশা হল তা জানা যায়নি ভিডিয়োয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement