viral video

ভারত আবার কোন দেশ! কোরীয় ট্যাক্সিচালকের সঙ্গে ভারতীয় তরুণীর বার্তালাপ শুনে থ নেটপাড়া

দক্ষিণ কোরিয়ার সোলের বাসিন্দা এক ট্যাক্সিচালকের সঙ্গে এক ভারতীয় তরুণীর কথোপকথনের একটি ভিডিয়ো ভাইরাল হতেই তা সমাজমাধ্যমে ঝড় তুলেছে। ওই কোরীয় ট্যাক্সিচালক জানিয়েছেন ভারত ঠিক কোথায় অবস্থিত তা তাঁর জানা নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৫:১২
Share:
Korean taxi driver who refused to believe that india exists

ছবি: সংগৃহীত।

ভারত বলে যে কোনও দেশের অস্তিত্ব রয়েছে তা আজও জানেন না অনেকে। এমনকি একই মহাদেশের বাসিন্দা হলেও তাঁদের কাছে ধারণা নেই দেশটি কোথায়। দক্ষিণ কোরিয়ার সোলের বাসিন্দা এক ট্যাক্সিচালকের সঙ্গে এক ভারতীয় তরুণীর কথোপকথনের একটি ভিডিয়ো ভাইরাল হতেই তা সমাজমাধ্যমে ঝড় তুলেছে। ওই কোরীয় ট্যাক্সিচালক জানিয়েছেন ভারত ঠিক কোথায় অবস্থিত তা তাঁর জানা নেই । এমনকি তিনি ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতকে গুলিয়েও ফেলেছেন। ভারতের অস্তিত্ব সম্পর্কে তাঁর সম্যক ধারণা নেই বলেও জানান ওই ব্যক্তি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার সোলে বসবাসকারী ফ্যাশন এবং সৌন্দর্য বিষয়স্রষ্টা পীযূষা পটেল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করতেই তা নজর কেড়েছে। ওই ট্যাক্সিচালকে বিশ্বাস করতে পারছিলেন যে পীযূষা সত্যিই ভারত থেকে এসেছেন। এই নামের কোনও দেশ রয়েছে বলেও তিনি বিশ্বাস করতে পারছিলেন না। এই কথোপকথনের ভিডিয়োটি পোস্ট করে পীযূষা লেখেন, ‘‘দক্ষিণ কোরিয়ায় বেশ কিছু ট্যাক্সিচালক থাকেন যাঁরা এই সব অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করেন।’’ তাই তিনি এই কথোপকথন রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োর শুরুতে শোনা গিয়েছে, ট্যাক্সিচালক কোরীয় ভাষায় জিজ্ঞাসা করছেন পীযূষা কোন থেকে এসেছেন? উত্তরে ‘ভারত’ কথাটি শোনার পর চালক দাবি করেন, তিনি জানেন না যে দেশটি কোথায়। এর উত্তরে তরুণী তাঁকে ভারতের অবস্থান বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, চিন ও পাকিস্তানের কাছে অবস্থিত ভারত। এই কথা শুনে অবাক হওয়ার সুরে চালক জিজ্ঞাসা করেন, ‘‘ভারত বলে একটি দেশও আছে! জনসংখ্যা কত?’’

Advertisement

চিনের থেকে ভারতের জনসংখ্যাও যে বেশি তা জেনেও দস্তুরমতো অবাক সোলের ট্যাক্সিচালক। ভিডিয়ো দেখে অনেক ভারতীয় নেটাগরিকই হতাশ হয়েছেন। মন্তব্যবাক্সে উপচে পড়েছে তাঁদের প্রতিক্রিয়া। এক জন লিখেছেন, ‘‘তিনি কি সত্যিই ভারত সম্পর্কে অজ্ঞ? না কি এই ভিডিয়োটি ভুয়ো?’’ এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘ভারত সম্পর্কে জানেন না, এটা বিশ্বাস করা কঠিন।’’ অন্য এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আমি যখন বিদেশে লোকেদের বলি আমি ভারতে বড় হয়েছি তখন মাঝে মাঝেই আমার সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement