ছবি: সংগৃহীত।
দুটি বাসের মাঝখানে পড়ে চিঁড়েচ্যাপটা হয়ে গেল একটি অটো। সেই দুর্ঘটনায় মৃত্যু হল অটোচালক ও এক যাত্রীর। দুর্ঘটনার ভয়াবহ একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরাও। গত সপ্তাহের শুক্রবার এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। দু’টি বিএমটিসি বাসের মধ্যে আটকে পড়ে পিষে যায় অটোটি। গিরিনগরের সীতা সার্কেলের কাছে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি অটো বিএমটিসি বাসের পিছনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সামনের বাসটি থামতেই অটোটিও ঠিক তার পিছনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই আরও একটি বিএমটিসি বাস পিছন থেকে অটোটিকে ধাক্কা দেয় এবং সেটিকে পিষে দেয়। গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। দুর্ঘটনায় অটোচালক অনিল কুমার এবং ৮০ বছর বয়সি চিকিৎসক বিষ্ণু ভাপটের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। দুর্ঘটনার ঠিক এক দিন আগে ওই চিকিৎসক তাঁর ৮০ তম জন্মদিন উদ্যাপন করেছিলেন।
২ মার্চ পোস্ট করা এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ১০ লক্ষ বার দেখা হয়েছে। ঘটনার ভয়াবহতা দেখে অনেকেই শিউরে উঠেছেন। ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা বলছেন পিছন থেকে আসা বাসের চালকই এই ঘটনার জন্য দায়ী। তিনি সামনে থাকা অটোটিকে খেয়াল না করেই দ্রুত গতিতে বাসটি চালিয়ে দিয়েছেন।