viral video

‘ভয়ে’ পালানোর নাটক সিংহীর! ফাঁদ পেতে ডেরায় এনে বেবুনকে ধরাশায়ী করল বনের রানি

তাড়া করতে করতে সিংহীকে প্রায় কোণঠাসা করে ফেলবে এমন তার বীরত্ব। এর পর যা ঘটল তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি বোকা বেবুনটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১০:৪১
Share:
Lioness fools baboo

ছবি: এক্স থেকে নেওয়া।

বনের রানি, সে নাকি শিকার দেখে ডরায়! ভয়ে পায়ে পায়ে পিছিয়ে আসতে থাকে নিরীহ শিকারকে দেখে! এমন ভাব যেন নিজেই ভয়ে জুজু। সেই দেখে সিংহীর দিকে তেড়ে গেল ‘বীর’ বেবুন। তাড়া করতে করতে সিংহীকে প্রায় কোণঠাসা করে ফেলবে, এমন তার বীরত্ব। এর পর যা ঘটল তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি বোকা বেবুনটি। সিংহীদের পাতা ফাঁদে পা দিয়ে বেঘোরে প্রাণ দিল সে।

Advertisement

সেই ঘটনারই ভিডিয়ো ধরা পড়েছে সমাজমাধ্যমে। চতুর সিংহীর শিকার করার কায়দাটি নজর কেড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। এই ভিডিয়োটি সম্ভবত আফ্রিকার কোনও জঙ্গলে তোলা হয়েছে বলে মনে করছেন নেটাগরিকেরা। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

‘ওয়াইল্ড লাইফ আনসেনসর্ড’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বেবুনকে দেখে ‘প্রচণ্ড ভয়’ পেয়ে গিয়েছে সিংহীটি। তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে বেবুনটি। সিংহীর ছদ্ম ভয় দেখে উৎসাহিত হয়ে বেবুনটি তাড়া করে বেশ কিছুটা দূরে চলে যায়। এই সুযোগেরই অপেক্ষায় ছিল সিংহীটি। নিজের এলাকায় টেনে নিয়ে এল বেবুনটিকে। ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছে তা মোটেও আন্দাজ করতে পারেনি প্রাণীটি। এর পর এক নয়, একাধিক সিংহী ঘিরে ফেলে তাকে।

Advertisement

কিন্তু ফেরার পথ যে বন্ধ। গোটা চারেক সিংহী দু’দিক থেকে ঘিরে ফেলে শিকারকে। একটি ঝোপের আড়ালে আশ্রয় নেওয়ার শেষ চেষ্টা করে বেবুনটি। শেষমেশ চারটি শ্বাপদ মিলে ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর। এখানেই শেষ হয়ে গিয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে ১ মার্চ ভিডিয়োটি পোস্ট করার পর প্রায় আড়াই লক্ষ বার দেখা হয়েছে সেটি। প্রচুর মানুষ এতে লাইক ও মন্তব্য করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement