viral video of massaging

ক্লাসে খুদে ছাত্রদের দিয়ে ম্যাসাজ করাচ্ছেন শিক্ষিকা! সরকারি স্কুলের ভিডিয়োয় তোলপাড়

যোগীরাজ্যের মোরাদাবাদের ঠাকুরদ্বারা চুঙ্গিপুরের একটি সরকারি স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষিকা এই কাণ্ডটি ঘটিয়েছেন বলে দাবি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২০
Share:

ছবি: সংগৃহীত।

উন্মুক্ত ক্লাসরুম, খোলা জায়গায় চেয়ার, টেবলে বসে রয়েছেন শিক্ষিকা। মাটিতে বসে লিখছে গোটা কয়েক ছাত্রছাত্রী। আর দু’জন ছাত্র দাঁড়িয়ে শিক্ষিকার কাঁধ ম্যাসাজ করে দিচ্ছে। সরকারি স্কুলের এ হেন ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু গিয়েছে হইচই। ‘প্রিয়া রাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, যা দ্রুত নজর কেড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় বলা হয়েছে, উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলের ওই ভিডিয়োটি। যোগীরাজ্যের মোরাদাবাদের ঠাকুরদ্বারা চুঙ্গিপুরের একটি স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষিকা এই কাণ্ডটি ঘটিয়েছেন বলে দাবি করা হয়েছে। (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

৪১ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খোলা জায়গায় ইটের মেঝেয় বসে আছে পড়ুয়ারা। আশপাশে কোনও আসবাবপত্র নেই। লাল রঙের পোশাক পরে চেয়ারে বসে আছেন শিক্ষিকা। পড়ানো বন্ধ করে মোবাইল নিয়েই ব্যস্ত তিনি। তাঁর কাঁধে মর্দন করে দিচ্ছে দুই খুদে পড়ুয়া। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এক জন স্থানীয় বাসিন্দা এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এবং ৫ ডিসেম্বর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষা বিভাগের নজরে আসার পর তারা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই নেটাগরিকরা ক্ষোভ ফেটে পড়েন। অভিযুক্ত শিক্ষিকার কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement