viral video of wedding oath

‘পরনিন্দা আর বাজে খরচ করব না!’ বিয়ের পিঁড়িতে বসে অবাক করা শপথ নিলেন নববধূ

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে সদ্যবিবাহিত তরুণী এক এক করে শপথবাক্য পড়ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ভারতীয় সনাতনী বিয়ে মানেই সাত পাক ঘোরা, মন্ত্রোচ্চারণ ও বর-বধূর নেওয়া কিছু শপথ। বিয়ের সেই শপথ নিতে গিয়ে সকলের মন জয় করে নিলেন এক নববধূ। লাল টুকটুকে শাড়ি, মাথায় সোনালি মুকুট, হাত ভর্তি লাল চুড়ি পরে হাতে মাইক নিয়ে বরের পাশে বসে এক এক করে অনেকগুলি শপথ নিতে দেখা গেল এক তরুণীকে। বিয়ের পিঁড়িতে বসে আর পাঁচটা চলতি শপথ না নিয়ে কয়েকটি অবাক করা অঙ্গীকার করলেন কনে। বিয়ের অনুষ্ঠানের সেই ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার অনলাইনের হাতেও এসেছে সেই ভাইরাল হওয়া ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সদ্যবিবাহিত তরুণী এক এক করে শপথবাক্য পড়ছেন। স্বামীর প্রতি মর্যাদা, ভক্তি, ভালবাসা চিরাচরিত শপথগুলি বলার পর তিনি হঠাৎ করেই বলে ওঠেন কখনও ইর্ষা, পরনিন্দা, পরচর্চা করব না। এই শপথটি নেওয়ার পরই নিজেই হেসে ওঠেন তরুণী। তরুণীর মুখে হাসি দেখে পাশে বসা বরের মুখেও তখন মিটিমিটি হাসি। পরের যে কথাগুলি কনে মাইকে উচ্চারণ করেন তা শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা। কনেকে বলতে শোনা যায়, ‘‘কম খরচে সংসার চালাব ও ফ্যাশনে অতিরিক্ত খরচ করব না।’’ নববধূর মুখে এই শপথ শুনে হাসিতে যোগ দেন পাত্রও।

ভাইরাল এই ভিডিয়ো দেখে হাসিতে ফেটে পড়েছেন দর্শকরাও। অনেকগুলি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। প্রচুর প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়েছে ভিডিয়োটিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement