Fuchka

বিদেশি শেফের হাতে তৈরি হল ফুচকা! দেশি না হলেও লোভনীয়, বলছেন খাদ্যপ্রেমীরা

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ২১:৩২
Share:

প্রতীকী চিত্র।

ফুচকা মানেই দেশি ব্যাপার স্যাপার। মুখের ভিতরে কুড়মুড়ে মোড়কে টক-ঝাল-নোনতা স্বাদের বিস্ফোরণ। সেই ফুচকা রাস্তার ধারের বিক্রেতার পাশে দাঁড়িয়ে নানা রকম দাবি দাওয়া সহযোগে খাওয়াই অভ্যাস। তবে এ বার ফুচকা বানালেন এক বিদেশি শেফ।

Advertisement

বয়সে তরুণ ওই বিদেশি রাঁধুনি একেবারে ফুচকা ভাজা থেকে শুরু করে তাতে টক জল ভরে পরিবেশন করা পর্যন্ত প্রত্যেকটি ধাপ নিখুঁত ভাবে সামলেছেন। আর তাঁর সেই ফুচকা বানানো দেখে ফুচকা প্রেমীরা রায় দিয়েছেন, ইনি শুধু ফুচকা বানানোর পরীক্ষায় পাশই করেনি। ভাল নম্বরও পেয়েছেন। তাঁর ফুচকা বানানো দেখে ফুচকাগুলো খেতে ইচ্ছে করছে।

বিদেশি রাঁধুনি ঠিক কী ভাবে ফুচকা বানিয়েছেন? তা দেখে নিন ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement