Bizarre News

স্ত্রী একা একা হাঁটতে যান, ‘শাস্তি’ দিতে তরুণীকে ‘তিন তালাক’ দিলেন তরুণ, ব্যবস্থা নিল পুলিশও

অভিযোগ, তাই স্ত্রীকে ‘তিন তালাক’ দিয়ে বিবাহবিচ্ছেদ দেন তরুণ। সেই খবর আবার তরুণীর বাবাকে ফোন করে জানানও তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১২:০১
Share:

—প্রতীকী ছবি।

বরকে ছাড়া রোজ একা একা হাঁটতে বার হন তরুণী। এ যে তরুণের কাছে ঘোর অন্যায়। তাই রাগের বশে ‘তিন তালাক’ দিয়ে তরুণীকে বিচ্ছেদ দিলেন তরুণ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী।

Advertisement

ঘটনাটি মঙ্গলবার মহারাষ্ট্রের ঠাণের মুম্ব্রা এলাকায় ঘটেছে। ৩১ বছরের তরুণকে বিয়ে করেছিলেন ২৫ বছরের তরুণী। মুম্ব্রা এলাকার বাসিন্দা তিনি। তরুণের দাবি, তাঁর স্ত্রী তাঁকে ছাড়াই একা একা হাঁটতে বেরিয়ে পড়েছেন। সেটিই তাঁর ঘোর অপরাধ। অভিযোগ, তাই স্ত্রীকে ‘তিন তালাক’ দিয়ে বিবাহবিচ্ছেদ দেন তরুণ। সেই খবর আবার তরুণীর বাবাকে ফোন করে জানানও তিনি।

পিটিআই সূত্রে খবর, ওই তরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করার সময় ওই তরুণ পুলিশকে জানান যে, তাঁর স্ত্রী তাঁকে ছাড়াই হাঁটতে বেরিয়ে গিয়েছিলেন। তা দেখে রেগে গিয়েছিলেন তিনি। তাই ‘তিন তালাক’ দিয়ে বিচ্ছেদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তরুণ। ওই তরুণের বিরুদ্ধে মামলাও রুজু করেছে ঠাণে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement