ছবি : ইনস্টাগ্রাম।
স্কুল-কলেজে পড়ায় অমনোযোগী বহু ছাত্রেরই খাতার পাতা ভরে শিক্ষকের ছবি এঁকে। সেই সব খাতা ভাগ্যিস শিক্ষক-শিক্ষিকারা উল্টে পাল্টে দেখেন না। না হলে শিক্ষক-শিক্ষিকার ব্যঙ্গচিত্রের বহর দেখলে বহু ছাত্র-ছাত্রীরই পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হত। তবে সম্প্রতি এক ছাত্রের আঁকা ছবি দেখার সুযোগ হল এক শিক্ষকের। নিজের ছবি দেখে তিনি কী বললেন? সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভিডিয়োটি একটি ক্লাসরুমের ভিতরে তোলা। তাতে দেখা যাচ্ছে শিক্ষক এসে দাঁড়ান ক্লাসের শেষের দিকের একটি বেঞ্চের সামনে। সেখানে এক ছাত্র তাঁর হাতে খাতাটি এগিয়ে দেয়। খাতায় আঁকা নিজের ছবি দেখে শিক্ষক বিস্ফারিত নেত্রে তাকান ছাত্রের দিকে। তার পরে মাথা চাপড়াতে শুরু করেন।
ঘটনাটি দেখে উৎসাহী হয় ক্লাসের অন্য ছাত্ররাও। শিক্ষককে সেই সময় বলতে শোনা যায়, ‘‘তুমি তো বড় শিল্পী হে! কি করেছো এটা। এ তো দুর্দান্ত হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না, এটা কি ফটোগ্রাফ?’’ ভিডিয়োতে দেখা যায় অবিকল শিক্ষকের আদলে একটি পেনসিল স্কেচ করেছেন ছাত্র। যা দেখে ছবিটি সাদা কালো ফটোগ্রাফ বলে বিভ্রম হয়!