Spot The Differences

পার্থক্য খুঁজুন ১৫ সেকেন্ডে, তিনটি অমিল বার করতে পারলে কি লাভ হবে তাও জেনে নিন

বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের খেলা আমাদের মনসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। আমার আমাদের স্মৃতিও তাজা রাখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ২৩:৫৫
Share:

খেলা অমিল খোঁজার। ছবি: সংগৃহীত।

খেলা অমিল খোঁজার। সাদা চোখে অবিকল একই দেখতে দুটি ছবির ভিতর থেকে বাঁধা ধরা সময়ের মধ্যে খুঁজে বের করতে হবে পার্থক্য। এও এক ধরনের ধাঁধা। ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় অনেকেই খেলেছেন। আর আজ যে আপনি কাজে বা পড়াশোনায় মনসংযোগ করতে পারছেন বা অনেক আগে পড়া বা দেখা কোনও বিষয় হুবহু মনে রাখতে পারছেন, তার নেপথ্যে অনেক খানি অবদান ওই সব ধাঁধার।

Advertisement

কী ভাবে সেটা জানার আগে খেলাটা জেনে নিন। এই ধাঁধায় আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে তিনটি পার্থক্য।

পাশাপাশি দুটো এক রকম দেখতে ছবির মূল বিষয়বস্তু একজন ডেলিভারি বয়। স্কুটার চালিয়ে এসে বাড়িতে চিঠি দিচ্ছে সে। এই ছবিতেই তিনটি পার্থক্য রয়েছে। যা আপনাকে খুঁজতে হবে।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের খেলা আমাদের মনসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। আমার আমাদের স্মৃতিও তাজা রাখে। তাই ছোটবেলার খেলা মাঝে মাঝে অভ্যাস করলে আখেরে আপনারই লাভ।

দেখুন তো খুঁজে পেলেন কি না!

না পেলে নীচে সমাধান দেওয়া রইল।

দেখুন তো খুঁজে পেলেন কি না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement