Spot Three Differences

হুবহু কিন্তু হুবহু নয়! বরফে স্কি করতে ব্যস্ত পেঙ্গুইন, পাশাপাশি দুই ছবিতে লুকিয়ে তিন তফাৎ

এই খেলার মজা একটাই। ছবি দুটো দেখতে অবিকল এক রকম অথচ চোখের সামনেই লুকিয়ে আছে একাধিক পার্থক্য। এই দুটি ছবিতে যেমন তিনটি পার্থক্য আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ২৩:৫০
Share:

ছবি: সংগৃহীত।

এই খেলা খেলতে খেলতে ছোটবেলার কথা মনে পড়ে যেতে পারে। ছোটদের ম্যাগাজিনে ধাঁধার পাতায় প্রায়ই এমন দুটি ছবি দিয়ে তাদের মধ্যে তফাৎ খুঁজতে বলা হত। এই খেলা সেই নষ্টালজিয়া জাগিয়ে তুলতে পারে।

Advertisement

এই খেলার মজা হল, পাশাপাশি রাখা দুটি ছবিকে এক ঝলক দেখলে মনে হবে অবিকল এক রকম অথচ চোখের সামনেই তাদের মধ্যে লুকিয়ে আছে একাধিক পার্থক্য। এই দুটি ছবিতে যেমন তিনটি পার্থক্য আছে। ১০ সেকেন্ডের মধ্যে সেই পার্থক্যগুলো খুঁজে বার করতে হবে।

ছবি দুটি তুষার রাজ্যে স্কি করতে ব্যস্ত এক পেঙ্গুইনের। বরফের মজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সে। তার চোখে স্কি করার রোদ চশমা। মাথায় লাল উলের টুপি। গলায় টুকটুকে লাল গরম মাফলার। আনন্দে দু'হাত তুলে হাসছে ওই পেঙ্গুইন। আপাত দৃষ্টিতে হুবহু এক এই দুটি দৃশ্যেই লুকিয়ে তিনটি পার্থক্য।

Advertisement

সেগুলো কী, ধরতে পারলেন কি?

যাঁরা পেরেছেন, তাঁদের দৃষ্টিশক্তির প্রসংশা করতেই হয় তবে যারা পারেননি মন খারাপ করবেন না। ধাঁধাটি যথেষ্ট কঠিন। নিচে দেওয়া রইল সমাধান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement