এই ছবিতে লুকিয়ে রয়েছে রকুন।
হাব ভাব অনেকটা দার্জিলিংয়ের চিড়িয়াখানায় দেখা রেড পান্ডাদের মত। ওই রকমই ছোট খাটো চেহারা সূঁচালো মুখ। কুতকুতে দুখানা চোখ। আর শরীরের চেয়েও বড় এক খানা বেজায় মোটা লেজ। ছোট্ট ছোট্ট পায়ে এই শরীর নিয়েই যত্র তত্র গলে যায় জন্তুটি। নাম রকুন। এমনই মিষ্টি দেখতে তাকে যে হঠাৎ সামনে পড়ে গেলে দুহাতে তুলে আদর করতে ইচ্ছে করবে। কিন্তু এই ছবিতে সে এসেছে একটু আড়াল হয়ে। গা ঢাকা দিয়ে। কারণ ফলের বাজারে সবার চোখ এড়িয়ে ফল চুরি করতে চায় সে।
ব্যস্ত বাজারে যখন খরিদ্দারের আনাগোনা ক্রমে বাড়ছে, ঠিক তখন সেও গুটি গুটি পায়ে হাজির হয় সেখানে। যাতে ঝপ করে কারো চোখে না পড়ে তাই একটু আড়ালে রাখে নিজেকে। ছবির ধাঁধায় আপনাকে সেই চারপেয়ে রকুনকে খুঁজে বের করতে হবে। তবে সময় মাত্র ১০ সেকেন্ড।
তাই এখনও যারা খুঁজে পাননি তাঁদের জন্য রইল একটু টিপস। রকুনকে খুঁজতে হলে ছবির ডান দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে।
এর পরও খুঁজে না পেলে নীচে দেওয়া রইল সমাধান।