ছবি: সংগৃহীত।
ধূসর রঙের প্রেক্ষাপটে সাদা কালো পেঙ্গুইনের ছবি। একটা নয় অজস্র। দেখলেই চোখে ধাঁধা লাগতে পারে। কিন্তু সেই ধাঁধার গোলকে পড়ে মাথা ঘুরে গেলে চলবে না। বরং চোখকে ‘শকুনির চোখ’ বানিয়ে খুঁজে ফেলতে হবে কাঙ্ক্ষিত জিনিসটি।
ধাঁধা।
যেমন এই ছবিতে খুঁজে বার করতে হবে একটু অন্য রকম এক পেঙ্গুইনকে। সারি সারি পেঙ্গুইনের ছবি থেকেই তাঁর সন্ধান পেতে হবে।
বাকিদের মতো সেও একই ভাবে দাঁড়িয়ে আছে। তবু তার সঙ্গে বাকিদের কিছু তফাৎ রয়ে গিয়েছে।
কী তফাৎ সেটাই আপনাকে বার করতে হবে ঠিক ১১ সেকেন্ডের মধ্যে।
সাদা কালো ধূসরের এই চোখ ধাঁধানো ছবিতে আরও একটি রঙের উপস্থিতি রয়েছে। সেটি হল হলুদ।
পেঙ্গুইনের ঠোঁট, গলা আর পায়ে রয়েছে হলুদ রং।
এই তথ্যটি আপনার ‘ক্লু’ও হতে পারে কিন্তু।
দেখুন তো এই ‘ক্লু’ কাজে লাগিয়ে আপনি যথাসময়ে ধাঁধার সমাধান করতে পারেন কি না।
অধৈর্য্য হয়ে নীচে উত্তর আগেই দেখে নেওয়া চলবে না। আরও একটু চেষ্টা করুন।
হাতে মোট ১১ সেকেন্ড।
সময় পেরিয়ে গেল কি?
আপনি কি খুঁজে পেলেন?
পেলে আপনাকে অভিনন্দন। তারিফ করার মতো নজর আপনার।
তবে যদি না খুঁজে পান তবে অযথা চাপ বাড়িয়ে লাভ নেই।
দেখে নিন নীচের সমাধান।
সমাধান।