ছবি: এক্স (সাবেক টুইটার)।
কাগজের উপর লেখা কয়েকটি লাইনে লুকিয়ে রয়েছে একটি ভুল। সেই ভুলটিকেই খুঁজে বার করতে হবে। তবে সময়সীমা ৫ সেকেন্ড।
ছবি: এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ওই হাতে লেখা কাগজটির ছবি দিয়েছিলেন আমেরিকার এক চিকিৎসক মাইক ডেভিস। সেই ছবির ধাঁধা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কেউই সঠিক জবাব দিয়ে উঠতে পারছেন না।
ছবিতে যে সাড়ে ছয় লাইন লেখা আছে সেটি হুবহু ইংরেজি হরফে এখানে তুলে দেওয়া হল—
What's Wrong?
A B C D E F G H I J
K L M N O P Q R S T
U V W X Y Z
The Calmer you are, the
easier it is to fnid the
mistake!
অর্থাৎ ধাঁধায় বলা হয়েছে যত মন শান্ত হবে, তত সহজে ভুলটি চোখে পড়বে আপনার। দেখুন তো আপনার চোখে সেই ভুল ধরা পড়ছে কি না!
অনেকেই ওই পোস্টের নীচে লিখেছেন, ভুল খুঁজে না পেয়ে মাথার চুল ছেঁড়ার দশা হয়েছে তাঁদের। আপন কী খুঁজে পেলেন?
না পেলে নীচে রইল সমাধান।
ইংরেজিতে ফাইন্ড বানানটিতেই রয়েছে ভুল। ছবি: এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল।