—প্রতীকী চিত্র।
অঙ্ক করতে পছন্দ করেন না অনেকেই। স্কুলেই অঙ্কের পাট চুকিয়ে আশ্বস্ত হয়েছেন তাঁরা। তবে অনেকে রয়েছেন, যাঁরা অঙ্ক কষতে দারুণ ভালবাসেন। তাঁরা এই ধাঁধার সমাধানের চেষ্টা করে দেখতে পারেন।
খুবই সহজ নিপাট ক্লাস ফাইভের অঙ্ক। সরল করেছেন নিশ্চয়ই। এই অঙ্কটিও সরল। প্রশ্নটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে যে হারে এর উত্তর খুঁজতে ব্যর্থ হচ্ছেন মানুষ, তাতে একে সরল না বলে ‘জটিল’ বললেও ভুল হয় না।
অঙ্কের কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। সেই নিয়ম মানলেই এই অঙ্ক কঠিন হওয়ার কথা নয়। কিন্তু অনেকেই নিয়ম ভুলে ভুল সমীকরণে অঙ্কটির সমাধান করছেন।
আপনি কী পারলেন সঠিক উত্তর খুঁজতে?
সঠিক উত্তর হল ১। আপনার উত্তরের সঙ্গে কি এই উত্তর মিলল?