Brain Teaser

ভাইয়ের বোন আছে, বোনেদের আছে ভাই...! ধাঁধার প্রশ্ন ছুড়ে গুলিয়ে দিলেন শিল্পপতি

এই প্রশ্নের জবাবে অনেকেই অনেক কিছু লিখেছেন। তবে বেশির ভাগ ঠিক উত্তর দিতে পারেননি। আপনি কি সঠিক উত্তর দিতে পারবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ২০:২৮
Share:

—ফাইল চিত্র।

এক ‘জট পাকানো’ ধাঁধার প্রশ্ন ছুড়ে দিয়েছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। ধাঁধার বিষয় একটি পরিবার। কিন্তু সেই পরিবারের সদস্যদের হিসাব বেশ গোলমেলে। আর সেই গোলমালের আড়ালেই লুকিয়ে ধাঁধার জবাব।

Advertisement

চার লাইনের ধাঁধা। শিল্পপতি লিখেছেন, ‘‘আপনার বাবা-মায়ের ৬ কন্যা। তার মধ্যে আপনিও একজন। আর প্রত্যেক বোনের একজন করে ভাইও আছে। এ বার বলুন তো আপনাদের পরিবারের সদস্য কত জন?’’

এই প্রশ্নের জবাবে অনেকেই অনেক কিছু লিখেছেন। তবে বেশির ভাগ ঠিক উত্তর দিতে পারেননি। আপনি কি সঠিক উত্তর দিতে পারবেন?

Advertisement

হর্ষের পোস্টে প্রশ্নের জবাব না দিতে পেরে একজন লিখেছেন, ‘‘উত্তরের খোঁজে সারা রাত কেটে গেল। ও হে নিষ্ঠুর এ বার তো উত্তরটা বলে দাও।’’

আসলে অনেকে উত্তর দিলেও হর্ষ টানা একদিন অপেক্ষা করিয়ে রেখেছিলেন উৎসাহীদের। ধাঁধাটি পোস্ট করার ১ দিন পরে তিনি সঠিক উত্তরটি পোস্ট করেছেন।

হর্ষ লিখেছেন সঠিক উত্তর হল ৯ জন। আপনার সঙ্গে কি এই উত্তর মিলল? না মিললে আরও এক বার হিসেব কষে দেখুন।

এক ভাই+ছয় বোন+বাবা-মা সব মিলিয়ে সংখ্যাটা ৯ হচ্ছে তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement