ছবি : ইনস্টাগ্রাম।
সপ্তাহান্তে কী করবেন? বৃহস্পতিবারের পর থেকেই মাথায় ঘুরতে থাকে এই প্রশ্ন। যাঁদের শনি-রবি দু’দিন ছুটি, শুক্রবারের রাত তাঁদের কাছে সবচেয়ে হালকা মেজাজে থাকার দিন। রবিবার একটি দিন ছুটি থাকে যাঁদের, তাঁদের ছুটির অনুভূতি শুরু হয় শনিবার বিকেল থেকে। কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হলেই বাক্যিহারা হয়ে যান অনেকে। জবাব খুঁজতে হয়রান হন। দ্বন্দ্ব একটি বিষয় নিয়েই নতুন কিছু করবেন, নাকি গড়পরতা বাকি সপ্তাহান্তের মতোই কাটিয়ে দেবেন দিনটা? কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও এই সমস্যার মুখোমুখি হতে হয়। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে সে কথা লিখেছেন স্মৃতি। পোস্টটি নেটাগরিকদের নজর কেড়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পোস্টে মন্তব্য করেছেন অভিনেতা সোনু সুদ, তাঁর প্রাক্তন সহ-অভিনেতা রনিত রায়ও। ছবি: ইনস্টাগ্রাম