IPL 2025

ম‍্যাচ জিতিয়ে ধোনির গলায় কেকেআরের সুর! ঘরের মাঠের সাহায্য পাচ্ছেন না, বলে দিলেন মাহি

ধোনি অনেকটাই দায়ী করলেন চেন্নাইয়ের উইকেটকে। কেকেআর অধিনায়ক রাহানের মতো তিনিও উস্কে দিলেন ঘরের মাঠের সুবিধা না পাওয়ার বিতর্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০০:৫৫
Share:
মহেন্দ্র সিংহ ধোনি।

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

টানা পাঁচ ম্যাচে হারার পর অবশেষে জয়। আবার পাওয়া গেল ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনিকে। কেন পাঁচ ম্যাচে হারতে হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি অনেকটাই দায়ী করলেন চেন্নাইয়ের উইকেটকে। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের মতো তিনিও উস্কে দিলেন ঘরের মাঠের সুবিধা না পাওয়ার বিতর্ক।

Advertisement

ম্যাচের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে পুরস্কার বিতরণ মঞ্চে আসেন ধোনি। সেখানে তিনি বলেন, “আগের ম্যাচগুলোয় বল করার সময় প্রথম ছ’ওভারে আমাদের ভুগতে হয়েছে। মাঝের ওভারগুলোয় আমরা হয়তো ভাল বল করেছি, কিন্তু আবার ব্যাট করার সময়েও আমরা ভাল শুরু করতে পারিনি।” এর পরেই চেন্নাই অধিনায়ক বলেন, “এটা হয়তো চেন্নাইয়ের উইকেটের জন্য। চেন্নাইয়ের উইকেট কিছুটা মন্থর। আমরা বরং অ‍্যাওয়ে ম‍্যাচে ভাল খেলেছি। ভাল উইকেট পেলে আমরা হয়তো ভাল খেলব। ব্যাটাররা আত্মবিশ্বাস পাবে।”

কেন সোমবারের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া হল, তার ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেন, “প্রথম ছ’ওভারে আমাদের আরও বেশি বোলার দরকার ছিল। আমরা অশ্বিনের ওপর বেশি চাপ দিয়ে ফেলছিলাম। প্রথম ছ’ওভারে ওকেই দু’ওভার করতে হচ্ছিল। মনে হচ্ছে এই বোলিং আক্রমণটা বেশি ভাল।”

Advertisement

ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে জানিয়ে ধোনি বলেন, “বোলিংয়ে আমরা ভাল করেছি। কিন্তু ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে।” তবে, ওপেনার শাইক রশিদের প্রশংসা করে ধোনি বলেন, “ও আজ সত্যি ভাল ব্যাট করেছে। গত কয়েক বছর ধরেই ও আমাদের সঙ্গে রয়েছে। ওর মধ্যে উন্নতির ছাপ দেখেছি। এই বছর নেটে ও খুবই ভাল ব্যাট করেছে। আমাদের ব্যাটিং অর্ডারে বদল করার দরকার ছিল। ও সফল হয়েছে। কিন্তু এটা সবে শুরু। বোলারদের উপর কর্তৃত্ব করার ক্ষমতা ওর আছে। অন্যরা যারা শুধুই ব্যাট করতে হবে বলে নামে, ও তাদের মতো নয়।”

ধোনিকেই ম্যাচের সেরা বাছা হয়েছে। এই নিয়ে আইপিএলে ১৮ বার ম্যাচের সেরা হলেন মাহি। সামনে শুধু রোহিত শর্মা (১৯ বার)। তবে এই পুরস্কার পেয়ে অবাক ধোনি। বলেন, “জানি না কেন আজকে আমাকে এই পুরস্কার দেওয়া হল। নুর তো ভাল বল করেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement