Court

Crime: গুঁতিয়ে খুন, তিন বছরের জন্য জেলে পাঠানো হল ভেড়াকে!

চলতি মাসের শুরুতে এক ৪৫ বছরের প্রৌঢ়াকে সিং দিয়ে গুঁতোয় ভেড়াটি। তার আঘাতে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় প্রৌঢ়ার।

Advertisement

সংবাদ সংস্থা

খার্তুম, সুদান শেষ আপডেট: ২৪ মে ২০২২ ১৪:১২
Share:

একটি সেনা ছাউনিতে আগামী তিন বছর বন্দি থাকবে ভেড়াটি। ভেড়ামালিককেও জরিমানা করেছে আদালত।

এক প্রৌঢ়াকে ‘হত্যা’র দায়ে দোষী সাব্যস্ত হল একটি ভেড়া। তিন বছরের জন্য পশুটিকে কারাদণ্ড দিল আদালত। শাস্তি হল পশুপালকেরও। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দক্ষিণ সুদানে।

Advertisement

সংবাদমাধ্যমে প্রকাশ, চলতি মাসের শুরুতে দুর্ঘটনার কবলে পড়েন অ্যাডিউ চাপিং। ৪৫ বছরের ওই প্রৌঢ়াকে রাস্তায় আক্রমণ করে একটি ভেড়া। সিং দিয়ে গুঁতিয়ে তাঁকে রাস্তার উপর আছড়ে ফেলে সেটি। কিছু ক্ষণের মধ্যে অকুস্থলে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় ওই প্রৌঢ়ার।
এর পরই ওই ভেড়াটিকে বন্দি করে পুলিশ। মামলা ওঠে আদালতে। মালেং আগোক পায়েম নামে একটি থানার পুলিশ ওই ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে তোলা হয় আদালতে।

আদালতের পর্যবেক্ষণ, মহিলা নির্দোষ ছিলেন। বিনা কারণে মহিলাকে আক্রমণ করে ভেড়াটি। তাই সে শাস্তি পাওয়ার যোগ্য। এর পর ভেড়াটিকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। শুধু তাই নয়, ওই ভেড়ার মালিককেও একটি নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে ক্ষতিপূরণ হিসেবে মৃতার পরিবারকে দিতে হবে পাঁচটি গরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement