Ambani Wedding

অম্বানী-পুত্রের বিয়েতে মন নেই, গৌরীর সঙ্গে গল্পে মজে শাহরুখ! প্রকাশ্যে ‘গোপন’ আলোচনার ভিডিয়ো

মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট তখন সাত পাক ঘুরছেন। তাঁদের জীবনের স্মরণীয় মুহূর্তে ডুবে রয়েছেন অতিথিরাও। কিন্তু বিয়েতে মন নেই শাহরুখের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ১১:৫৮
Share:

শাহরুখ খান এবং গৌরী খান। —ফাইল চিত্র।

চার দিকে এত আড়ম্বর, আয়োজন। বিয়ের মণ্ডপের সামনে বসে রয়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট তখন সাত পাক ঘুরছেন। তাঁদের জীবনের স্মরণীয় মুহূর্তে ডুবে রয়েছেন অতিথিরাও। কিন্তু বিয়েতে মন নেই শাহরুখের। বরং মণ্ডপ থেকে নজর সরিয়ে খোশমেজাজে গল্প করে চলেছেন তিনি। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, শাহরুখের পাশে বসে রয়েছেন তাঁর স্ত্রী গৌরী খান। হাত নাড়িয়ে নানা রকম অঙ্গভঙ্গি করে গৌরীর সঙ্গে কথা বলে চলেছেন অভিনেতা। শাহরুখ-পত্নী তখন শ্রোতামাত্র। ভিডিয়োটি দেখার পর এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘শাহরুখ এবং গৌরীকে আমি এক বিয়েবাড়িতে দেখেছিলাম। দু’জনকে দেখে মনে হচ্ছিল, এখনও তাঁদের মধ্যে কৈশোরের প্রেম বেঁচে রয়েছে। দু’জন সব সময় হাত ধরে রয়েছেন, গল্প করছেন। মাঝেমাঝে হেসে গড়িয়ে পড়ছেন।’’

অন্য নেটব্যবহারকারীর মন্তব্য, ‘‘গৌরীকে এক সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে, শাহরুখ নাকি খুব কথা বলেন। এই ভিডিয়ো তারই প্রমাণ।’’ আবার এক জন মজা করে বলেছেন, ‘‘শাহরুখ এবং গৌরী এই সুযোগে তাঁদের বিয়ের মন্ত্রগুলো আবার ঝালিয়ে নিচ্ছেন।’’ আর এক জন আবার লিখেছেন, ‘‘নিশ্চয়ই কোনও গোপন আলোচনা সেরে নিচ্ছেন দু’জন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement