CSK vs KKR match today

ধোনির নেতৃত্বে ফেরার দিনেই লজ্জার নজির চেন্নাইয়ের, কেকেআরের বিরুদ্ধে কী করল তারা?

রুতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ায় কেকেআর ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই ম্যাচেই লজ্জার নজির গড়ল চেন্নাই। কী হল তারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ২২:২৬
Share:
cricket

চেন্নাই সুপার কিংস দল। ছবি: সমাজমাধ্যম।

রুতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ায় কেকেআর ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই ম্যাচেই লজ্জার নজির গড়ল চেন্নাই। চিপকে ঘরের মাঠে সবচেয়ে কম রানে আউট হয়ে গেল তারা। সব মিলিয়ে আইপিএলে দ্বিতীয় সর্বনিম্ন রান চেন্নাইয়ের।

Advertisement

শুক্রবার কেকেআরের বোলিংয়ের সামনে ধসে যায় চেন্নাইয়ের ব্যাটিং। কেউই ভাল খেলতে পারেননি। একটা সময় ৭৯ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল চেন্নাইয়ের। সেখান থেকে অংশুল কম্বোজ এবং শিবম দুবের শেষ বেলায় লড়াইয়ের কারণে ১০৩ রানে পৌঁছয় তারা।

২০২২-এর আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ৯৭ রানে অলআউট হয়ে গিয়েছিল চেন্নাই। সেটাই আইপিএলে তাদের সবচেয়ে কম রান। দ্বিতীয় স্থানেই রয়েছে শুক্রবার স্কোর। ২০০৮ সালে রাজস্থানের বিরুদ্ধে ১০৯ রানে শেষ হয়ে গিয়েছিল চেন্নাইয়ের ইনিংস। ২০১২ সালে দিল্লির বিরুদ্ধে ১১০/৮ তুলেছিল তারা।

Advertisement

চেন্নাইয়ের মাঠে সবচেয়ে কম রানের নজির রয়েছে বেঙ্গালুরুর। ২০১৯ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে ৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। কেকেআরের সুনীল নারাইন ১৩ রানে ৩ উইতেট নেন। হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী দু’টি করে উইকেট নিয়েছেন। গোটা ইনিংস মাত্র ন’টি বাউন্ডারি মেরেছে সিএসকে। ২৯ বলে অপরাজিত ৩১ করে সর্বোচ্চ রান শিবম দুবের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement