Viral Video

গানের তালে তালে নাচছে খুদে স্কুলছাত্রী, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুগ্ধ সকলে

শিশুকন্যার নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। ছাত্রীর সঙ্গে নাচতে দেখা গিয়েছে তার সহপাঠীদেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৮:৩৬
Share:

খুদে ছাত্রীর নাচ দেখে মজেছেন অনেকেই। ছবি টুইটার।

তখন বোধহয় স্কুলে টিফিন পর্ব চলছিল। শ্রেণিকক্ষের বাইরে তখন কচিকাঁচাদের ভিড়। পড়াশোনার ফাঁকে তখন তারা নিজেদের মধ্যে খেলাধূলায় ব্যস্ত। কেউ লাইনে সার দিয়ে দাঁড়িয়ে লাফালাফি করছে। আবার কেউ কেউ বসে খেলা করছে। তবে তাদের মধ্যে আলাদা করে নজর কেড়েছে এক শিশুকন্যা।

Advertisement

তার পরনে স্কুলের ইউনিফর্ম। বাজছে পঞ্জাবি গান। আর সেই গানের তালে পা মেলাচ্ছে ওই খুদে ছাত্রী। পঞ্জাবি গান ‘এভারগ্রিন’-এর তালে নাচছে সে। তার দেখাদেখি বাকি পড়ুয়ারাও পা মেলাচ্ছে গানের তালে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োটি দেখে মজেছেন অনেকেই। ইনস্টাগ্রামে ভিডিয়োটি ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষ মানুষ পছন্দ করেছেন। গানের কথার সঙ্গে খুদে ছাত্রীর চোখেমুখের অভিব্যক্তিও আলাদা করে নজর কেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement