Harry Potter Book Auction

‘হ্যারি পটারের’ বইয়ের প্রথম সংস্করণের নিলাম, ২৭ বছর আগে সামান্য দামে কেনা বই বিক্রি হল কত লাখে?

মাত্র ১০ পাউন্ড (বর্তমানে ভারতীয় মুদ্রায় ১০৭৬ টাকা) খরচ করে যে বই কিনেছিলেন, ২৭ বছর পর সেই বইটিই নিলামে বিক্রি হল প্রায় ৩৯ লক্ষ টাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৬:১১
Share:

ছবি: সংগৃহীত।

প্রথম সংস্করণে ৫০০টি বই প্রকাশ পেয়েছিল। পুত্র অ্যাডামকে নিয়ে প্রথম সংস্করণের বই কিনতে গিয়েছিলেন ক্রিস্টিন ম্যাককালোচ। তার পর পেরিয়ে গিয়েছে ২৭ বছর।

Advertisement

মাত্র ১০ পাউন্ড (বর্তমানে ভারতীয় মুদ্রায় ১০৭৬ টাকা) খরচ করে যে বই কিনেছিলেন, ২৭ বছর পর সেই বইটিই নিলামে বিক্রি হল প্রায় ৩৯ লক্ষ টাকায়। বুধবার ব্রিটেনের স্ট্যাফর্ডশ্যায়ারের লিচফিল্ডের এক নিলামঘরে হ্যারি পটারের প্রথম সংস্করণের বইটি বিক্রি করা হয়।

বিবিসি নিউজ়কে দেওয়া সাক্ষাৎকারে অ্যাডাম জানান যে, তিনি তাঁর মায়ের সঙ্গে গিয়ে হ্যারি পটারের বইটি কিনেছিলেন। যখন বইটি প্রথম প্রকাশিত হয়েছিল তখন বইয়ের বিষয়বস্তু মন ছুঁয়ে গিয়েছিল অ্যাডামের। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার্স স্টোন’ বইটি শৈশবে পড়ে খুব আনন্দ পেয়েছিলেন। তার পর দীর্ঘ কাল ধরে সেই বইটি তাঁদের বাড়ির আলমারিতে রাখা ছিল।

Advertisement

অ্যাডাম জানান, ২০২০ সালে কোভিড অতিমারি চলাকালীন তিনি জানতে পারেন যে, হ্যারি পটারের প্রথম সংস্করণের বইয়ের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। বুধবার সেই বইটি নিলামে ৩৬ হাজার পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। জানা যায়, প্রথম সংস্করণে যে ৫০০টি হ্যারি পটারের বই প্রকাশ পেয়েছিল তা বর্তমানে বই সংগ্রাহকদের কাছে মহামূল্যবান বস্তুর সমতুল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement