lottery winner

স্ত্রীর জন্য পাঁচলাখি গয়না কিনে সাড়ে আট কোটির লটারি জিতলেন ভারতীয় ইঞ্জিনিয়ার

স্ত্রীর জন্য একটি সোনার হার কিনতে গয়নার দোকানে যান ওই ভারতীয় ইঞ্জিনিয়ার। সেই সময় দোকানের একটি ‘লাকি ড্র’ প্রতিযোগিতায় যোগ দেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫
Share:

ছবি: প্রতীকী।

স্ত্রীর জন্য সোনার অলঙ্কার কিনতে গিয়ে ফিরলেন কোটিপতি হয়ে। সিঙ্গাপুরবাসী এক ভারতীয় ইঞ্জিনিয়ারের কপাল ফিরে গিয়েছে প্রায় সাড়ে আট কোটি টাকার লটারি জেতার পর। সংবাদমাধ্যম সূত্রে খবর, তিন মাস আগে বালাসুব্রহ্মন্যম চিদাম্বরম নামের ওই ইঞ্জিনিয়ার স্ত্রীর জন্য সোনার হার কিনতে একটি গয়নার দোকানে যান। সেই সময় দোকানের একটি ‘লাকি ড্র’ প্রতিযোগিতায় যোগ দেন তিনি। সোনার হারটি কেনার জন্য পাঁচ লাখ টাকা খরচ করেন তিনি। লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয় গত ২৪ নভেম্বর।

Advertisement

২১ বছর ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন চিদাম্বরম। লটারি জেতার পর তিনি ভিডিয়ো কলে সংবাদমাধ্যমকে জানান, তিনি বিশ্বাস করতে পারছেন না এত বড় অঙ্কের লটারি জিতেছেন। যে দিন তিনি এই লটারি জেতেন, ঘটনাচক্রে সেই দিন তাঁর বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল বলেও জানান চিদাম্বরম। বাবার আশীর্বাদের ফলেই এই লটারি জিততে পেরেছেন বলে জানান তিনি। সিঙ্গাপুরে এত বছর কাজ করেছেন চিদাম্বরম। কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে প্রাপ্ত অর্থের একটি অংশ সিঙ্গাপুরের উন্নতির জন্য দান করবেন বলে জানিয়েছেন তিনি। শুধু চিদাম্বরম নন, এই গয়নার দোকানের লটারি থেকে অন্য কয়েক জন গ্রাহকও ৪০ লক্ষ টাকার কাছাকাছি পুরস্কার জিতেছেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement