ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শাড়ির উপর সোয়েটার পরে শীতে জবুথবু তরুণী। গলায় মাফলার জড়িয়ে রয়েছেন তাঁর স্বামীও। কিন্তু স্ত্রীর সঙ্গে নাচ করার সময় তাঁর ‘এনার্জি’ কোনও অংশে কম ছিল না। বরং স্ত্রী থেমে গেলেও হিন্দি গানের জনপ্রিয় স্টেপ অনুকরণ করে তরুণীকে দেখাচ্ছিলেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তরুণের নাচের ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘জয়শ্রী__তানওয়ার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক তরুণীর হাত ধরে নাচ করছেন এক তরুণ। নাচতে নাচতে তরুণীকে কোলেও তুলে নিলেন তিনি। তার পর তরুণী এক জায়গায় দাঁড়িয়ে রইলেও ওই তরুণ এক মনে নেচে গেলেন। পিছনে বেজে চলেছিল জনপ্রিয় হিন্দি ছবির গান। তরুণের পাশাপাশি আরও একদল তরুণ-তরুণী ‘ব্যাকগ্রাউন্ড ডান্সার’ হিসাবে নাচ করছিলেন।
কিন্তু বলি অভিনেতার নাচের স্টেপ হুবহু নকল করে নজর কাড়লেন সেই তরুণই। আসলে যিনি এই ভিডিয়োটি পোস্ট করেছেন তাঁর স্বামী ওই তরুণ। ভিডিয়োয় ছিলেন খোদ জয়শ্রীও। ওই দম্পতি রাজস্থানের বাসিন্দা। স্বামীর নাচের এই ভিডিয়ো পোস্ট করে তরুণী লেখেন, ‘‘জনসমক্ষে ভালবাসা প্রকাশ করতে ও কখনও ভয় পায় না।’’
২০০১ সালে কর্ণ জোহরের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কভি খুশি কভি গম’। এই ছবিতে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন এবং করিনা কপূর খানের মতো বলি তারকারা অভিনয় করেছিলেন। ছবিতে ‘ইউ আর মাই সোনিয়া’ গানের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল হৃতিক এবং করিনাকে। সেই গানের সঙ্গেই নাচ করছিলেন তরুণ। হৃতিকের নাচের স্টেপ অনুকরণও করছিলেন তিনি।
হৃতিকের কেরিয়ারের প্রথম ছবি ‘কহো না…প্যার হ্যায়’-এর একটি গানেরও স্টেপ নেচে দেখালেন তরুণ। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘তরুণ যে মনের আনন্দে নাচ করছেন তা ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে। এমন ভালবাসা বজায় থাকুক।’’