Viral Video

যাত্রীকে পাঁচ টাকা বেশি দামে জলের বোতল বিক্রি, খাদ্য সরবরাহকারী সংস্থাকে লক্ষ টাকা জরিমানা করল রেল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘থার্ড এসি ইকোনমি’ শ্রেণির কামরায় জলের বোতল দিতে এসেছেন খাদ্য সরবরাহকারী সংস্থার এক কর্মী। কিন্তু এক যাত্রীর কাছে ১৫ টাকার জলের বোতল ২০ টাকায় বিক্রি করতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১১:৫৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জলের বোতলের দামে অতিরিক্ত পাঁচ টাকা ধার্য করা হয়েছিল। ট্রেনে খাদ্য সরবরাহকারী সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করল রেল কর্তৃপক্ষ। পূজা এসএফ এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। খাদ্য সরবরাহকারী সংস্থার এক কর্মীর জলের বোতলের দামে পাঁচ টাকা করে বেশি নেওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়ো হইচইও ফেলেছে। ভিডিয়োটি রেল মন্ত্রকের তরফেই এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘থার্ড এসি ইকোনমি’ শ্রেণির কামরায় জলের বোতল দিতে এসেছেন খাদ্য সরবরাহকারী সংস্থার এক কর্মী। কিন্তু এক যাত্রীর কাছে ১৫ টাকার জলের বোতল ২০ টাকায় বিক্রি করতে দেখা যায় তাঁকে। ওই যাত্রী তাঁকে পাঁচ টাকা বেশি নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে ওই বিক্রেতা ভুলভাল যুক্তি দিয়ে সেখান থেকে চলে যান। এর পরেই ওই যাত্রী রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করে অভিযোগ জানান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

যাত্রীর অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ করে রেল। খাদ্য সরবরাহকারী সংস্থার কর্মী এসে পাঁচ টাকা ফেরত দিয়ে যান ওই যাত্রীকে। সংস্থাটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলেও রেল মন্ত্রক জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement