Viral Video

নাগাল পাচ্ছেন না আইসক্রিমের, দুবাইয়ের রাস্তায় হেসেই কুটোপাটি অম্বানীর পুত্রবধূ

দোকানের কর্মী রাধিকাকেও আইসক্রিম নিয়ে ‘খেলা’ দেখাতে শুরু করেন। আঁকশির মধ্যে আটকানো আইসক্রিম কোনের নাগাল কোনও ভাবেই পাচ্ছেন না রাধিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৩:০৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দুবাইয়ের রাস্তা দিয়ে সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করছিলেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্রবধূ রাধিকা মার্চেন্ট। সঙ্গে ছিলেন অম্বানী-পুত্র অনন্ত অম্বানী। দুবাইয়ের পথ ধরে হাঁটার সময় রাস্তার ধারে আইসক্রিমের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েন নবদম্পতি। সেই দোকান থেকেই টার্কিশ আইসক্রিম খেতে চান রাধিকা। আইসক্রিমের দোকানের সামনে সেই মজার মুহূর্তই ধরা পড়েছে এক পথচারীর ক্যামেরায়। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়েও পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘অম্বানী_আপডেট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, টার্কিশ আইসক্রিম খাচ্ছেন রাধিকা। স্ত্রীর পাশে দাঁড়িয়ে রয়েছেন অনন্ত। টার্কিশ আইসক্রিম পরিবেশন করার অভিনব প্রক্রিয়ার সঙ্গে কমবেশি সকলেই পরিচিত।

দোকানের কর্মী রাধিকাকেও আইসক্রিম নিয়ে ‘খেলা’ দেখালেন। আঁকশির মধ্যে আটকানো আইসক্রিম কোনের নাগাল কোনও ভাবেই পাচ্ছেন না রাধিকা। কখনও তাঁর হাতে গুঁজে দেওয়া হচ্ছে ন্যাপকিন। কখনও আবার নাকে লাগিয়ে দেওয়া হচ্ছে আইসক্রিম।

Advertisement

দোকানের কর্মীর কাণ্ডকারখানা দেখে হেসেই গড়িয়ে পড়েন রাধিকা। রাধিকার পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে থাকেন অনন্ত। শেষ পর্যন্ত রাধিকার হাতে দোকানের কর্মী ধরিয়ে দেন আইসক্রিমের কোন। তা খেতে খেতে অনন্তের সঙ্গে চলে যান রাধিকা। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক মজা করে মন্তব্য করেছেন, ‘‘মুকেশ অম্বানী এই ভিডিয়োটি দেখে নিশ্চয়ই ভেবেছিলেন যে, তাঁর পুত্রবধূর সঙ্গে টার্কিশ আইসক্রিম নিয়ে এমন মশকরা করা হয়েছে! এ বার গোটা তুরস্কই কিনে ফেলবেন তিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement