ছবি: সংগৃহীত।
ভারতের সবচেয়ে দামি ষাঁড়। যার দামে কেনা যাবে এক জোড়া রোলস রয়েস বা গোটা দশেক মার্সিডিজ়। নয়ডার মতো জায়গায় কেনা যাবে গোটা বিশেক প্রাসাদোপম বাড়িও। ডেলি গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, হরিয়ানার সিরসার এই ষাঁড়ের দামে কেনা যাবে এতগুলি বিলাসবহুল গাড়ি ও বাড়ি। অনমোল নামের এই ষাঁড়ের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। ২৩ কোটি টাকা দাম ধার্য করা হয়েছে অনমোলের।
এটিকেই ভারতের সবচেয়ে দামি ষাঁড় বলে দাবি করা হয়েছে সংবাদমাধ্যমে। বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের অধিকারী অনমোলকে রাজস্থানের পুষ্করের মেলায় হাজির করানো হয়েছিল। সেখানকার এক ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এক্স সমাজমাধ্যমে ‘ব্রজেন্দর সিংহ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। তাগড়াই চেহারার ষাঁড় আনমোল ঝড় তুলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
মালিকের ‘অনমোল’ রত্ন এই বিশাল আকারের ষাঁড়টির ওজন দেড় হাজার কেজি। তার রোজের খাবারের তালিকায় রাখতে হয় ২৫০ গ্রাম আমন্ড, ৪ কেজি বেদানা, ৩০টি কলা, ২০টি ডিম। এ ছাড়া সবুজ পশুখাদ্য, সয়াবিন, ভুট্টা, দেশি ঘি তো আছেই। তবে অনমোলের বয়স বেশি নয়, মাত্র ৮। ষাঁড়টির মালিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রতি মাসে ৪-৫ লাখ টাকার বীর্য বিক্রি হয় ওই ষাঁড়টির। মুরা প্রজাতির এই ষাঁড়টির বীর্যের দাম অত্যন্ত বেশি। প্রতি মাসে ষাঁড়টির জন্য খরচ হয় ৬০ হাজার টাকা। প্রতি সপ্তাহে দু’বার বীর্য সংগ্রহ করা হয়।