Fuchka

ফুচকা খেতে হলে খসবে ৩৩৩ টাকা! ছ্যাঁকা খাওয়া থেকে বাঁচবেন কী করে? জেনে নিন

দেখা যাচ্ছে খাবারের স্টলের কাচের শোকেসের পিছনে থরে থরে সাজানো ফুচকা এবং সেওপুরির ট্রে। তার সামনে রাখা খাবারের দামের কার্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৯:৪১
Share:

—ফাইল চিত্র।

কোথায় গেলে এই ফুচকা পাওয়া যায় জানার থেকে বরং জেনে নিন, এই ফুচকার ছ্যাঁকা এড়াতে কোথায় যাবেন না।

Advertisement

সম্প্রতিই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই ফুচকার ট্রের ছবি এবং দামের কার্ড-সহ একটি ছবি করেছেন কৌশিক মুখোপাধ্যায় নামে এক এক্স ব্যবহারকারী। ছবিতে তিনি লিখেছেন, ‘‘মুম্বইের বিমানবন্দরে খাবারের স্টলের জায়গা দুর্মূল্য বলে শুনেছিলাম। কিন্তু এতটা দুর্মূল্য ভাবিনি।’’

এই বিবরণের সঙ্গে যে ছবিটি তিনি দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে খাবারের স্টলের কাচের শোকেসের পিছনে থরে থরে সাজানো ফুচকা এবং সেওপুরির ট্রে। তার সামনে রাখা খাবারের দামের কার্ড। সেখানে দেখা যাচ্ছে জল ফুচকা, দই ফুচকা, সেওপুরি— সবেরই দাম ৩৩৩ টাকা করে।

Advertisement

একটু নজর করলেই দেখা যাবে প্রতিটি ট্রেতে মাঝারি মাপের ৮টি করে ফুচকা রয়েছে। সাধারণ হিসাবে ওই ফুচকার দাম প্রতিটি দশ টাকা করে হলেও ৮০ টাকা হতে পারে। কিন্তু বিক্রেতারা আরও পাঁচগুন বেশি দামে বিক্রি করছেন ওই খাবার। পোস্টটি ভাইরাল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement