Viral Video

ব্রিটেনের রাস্তায় পড়ে রয়েছে খৈনির প্যাকেট! ‘ভারত অবশেষে ব্রিটেন দখল করল’, বলছে সমাজমাধ্যম

অনুরাগ চৌধুরী নামে ভারতীয় এক যুবকের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্রিটেনের রাস্তার ধারে ঘাসের উপর প়ড়ে রয়েছে খৈনির প্যাকেট। তার মধ্যে দু’টি প্যাকেট ভারতের জনপ্রিয় খৈনি সংস্থার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০৭:৫৮
Share:
Packet of Khaini found in UK, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ব্রিটেনের রাস্তায় পড়ে ভারতের জনপ্রিয় খৈনির প্যাকেট! এমনই একি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ল সমাজমাধ্যম জু়ড়ে। ভারতে বাস, ট্রেন, স্টেশন কিংবা রাস্তঘাটে যত্রতত্র হামেশাই খৈনি বা গুটখার পিক চোখে পড়ে। অনেকেই খৈনি-গুটখা মুখে পুরে ট্রেনে বা বাসে ওঠেন। জানলার ধারে বসে পিক ফেলতে থাকেন। তেমন সুযোগ না হলে, বাস বা ট্রেনের ভিতরেই সে কাজ নির্দ্বিধায় সেরে ফেলেন অনেকে। বিশেষ কয়েকটি খৈনি এবং গুটখা আবার ভারতীয়দের মধ্যে বিশেষ জনপ্রিয়। সে রকমই কয়েকটি খৈনির প্যাকেটের ব্রিটেনের রাস্তায় পড়ে থাকার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

অনুরাগ চৌধুরী নামে ভারতীয় এক যুবকের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্রিটেনের রাস্তার ধারে ঘাসের উপর প়ড়ে রয়েছে খৈনির প্যাকেট। তার মধ্যে দু’টি প্যাকেট ভারতের জনপ্রিয় খৈনি সংস্থার। ওই যুবককে ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, ‘‘আমি ব্রিটেনের চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। কে বলে যে এ দেশে কিছুই পাওয়া যায় না।’’

ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটাগরিকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘‘একই মানসিকতা, ভিন্ন দেশ। অনেক ভারতীয় বিদেশে গিয়েও তাদের বদভ্যাস ছাড়ে না।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি মজার মন্তব্যও করেছেন অনেকে। এক জন মজা করে লিখেছেন, ‘‘ভারত অবশেষে ব্রিটেন দখল করল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement