ছবি: এক্স থেকে নেওয়া।
নদী দিয়ে সাঁতরে যাচ্ছিল কুমির। জল থেকে টেনে ডাঙায় তুলে এনে ছিঁড়ে খেল এক পাল বুনো কুকুর! এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে।যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীতে নেমে মাঝারি আকারের একটি কুমিরকে ছেঁকে ধরেছে বুনো কুকুরের দল। কুমিরটিকে টেনে ডাঙায় তুলে আনে কুকুরগুলি। জল থেকে তুলে আনার পর সমবেত ভাবে হামলাও চালায়। কুকুরদের আক্রমণে প্রাণ হারায় ‘জলের রাজা’। এর পর কুমিরটিকে ছিঁড়ে খায় বুনো কুকুরের দল। ভয় ধরানো সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় ব্রুটাল’ নামের এক্স হ্যান্ডল থেকে। মঙ্গলবার পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! বুনো কুকুরের দল এত ভয়ঙ্কর হয় জানতাম না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই কুকুরগুলি ‘বুশ ডগ’। মধ্য এবং দক্ষিণ আমেরিকার জঙ্গলে এই ছোট অথচ হিংস্র বুনো কুকুরগুলি দেখতে পাওয়া যায়।”