—প্রতীকী ছবি।
চোখের ধাঁধা এক আজব বস্তু! নিজের চোখকেও বিশ্বাস করতে দেবে না আপনাকে। চোখ কচলে বার বার তাকাবেন ধাঁধার দিকে। তার পরেও ঠাওর করতে পারবেন না ঠিক কোথায় গোলমাল হয়ে গেল। মাথা কুটলেও না। এই ছবিতে থাকা চোখের ধাঁধাটিও ঠিক সেই রকম গোলমেলে।
ছবিটার দিকে তাকিয়ে দেখল মনে হবে গোল করে পেঁচানো একটা রেখা ছোট থেকে ক্রমশ বড় আকার নিয়েছে। কিন্তু ব্যাপারটা আদপে তা নয়। আসলে এই ছবিতে কোনও প্যাঁচ নেই। বরং ছবিতে পরিষ্কার করে সাজানো রয়েছে চারটি নিটোল গোল বৃত্ত।
চারটে বৃত্তের আকার অবশ্য এক রকম নয় মাঝেরটি সব থেকে ছোট। তার পর ধীরে ধীরে বড় হয়েছে বৃত্তের পরিধি। চতুর্থটি সবচেয়ে বড়। কিন্তু সাদা চোখে হাজার চেষ্টা করেও একটি বৃত্ত খুঁজে পাবেন না। চেষ্টা করে দেখতে পারেন।