ছবি: সংগৃহীত।
চোখ ধাঁধানো ধাঁধা আবার হাজির। এ বার কঠিন পরীক্ষা দিতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। মাত্র ১৪ সেকেন্ড। আর এই ১৪ সেকেন্ডেই খুঁজে বের করতে হবে লুকিয়ে থাকা চারটি বিড়ালকে।
এই চারটি বিড়াল লুকিয়ে রয়েছে বাঘেদের ভিড়ে। ডোরাকাটা মেটে-কালো ডোরাকাটা বাঘের পেটে ধবধবে সাদা পশম। মুখের চারপাশের লোমশ অংশও সাদা রঙের। আর এই বাঘেদেরই কোলে পিঠে চেপে রয়েছে ‘বাঘের মাসি’ চার বিড়াল। তাদের কারও গায়ের রং বাঘের মতোই মেটে, কারো গায়ের রং সাদা বা মেটে-সাদা মেলানো। বাঘের ভিড় থেকে ছোট্ট মুখ বের করে উঁকি দিচ্ছে তারা।
ধাঁধা। ছবি: সংগৃহীত
সাদা চোখে খুঁজে বের করা সত্যি কঠিন। কিন্তু সেই জন্যই বোধ হয় সময়ের পরিমাণটাও কিছুটা বেশি। ১৪ সেকেন্ড সময় দেওয়া হয়েছে। তবে সেই ১৪ সেকেন্ডেও সমাধান না পেলে সমাধান রইল এখানে।
সমাধান। ছবি: সংগৃহীত