ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হাঙ্গেরির গ্রাফিক ডিজাইনার গার্গলি ডুডাস। ছবি: ইনস্টাগ্রাম।
আরেকবার চোখের পরীক্ষা হয়ে যাক। এ বার ফুলের বাগিচা থেকে খুঁজে বার করতে হবে পাঁচটি প্রজাপতি। তবে ছবি চোখের সামনে ধরে দীর্ঘ ক্ষণ খোঁজা যাবে না। পরীক্ষাটি একটু কঠিন করে দেওয়া হয়েছে এর সময় বেঁধে দিয়ে। পরীক্ষার হলে যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে খাতা জমা দিতে হয়, চোখের এই পরীক্ষারও নির্দিষ্ট মেয়াদ আছে। ১৫ সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করতে হবে সঠিক উত্তর।
ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হাঙ্গেরির গ্রাফিক ডিজাইনার গার্গলি ডুডাস। গার্গলির প্রায়ই চোখের ধাঁধার ছবি আঁকেন। তার পর তা পোস্ট করেন ইনস্টাগ্রামে। যেন ইনস্টাগ্রাম অনুরাগীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই তাঁর আনন্দ। সম্প্রতি তিনি য়ে ফুলের বাগিচার ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, ফুলের বাগিচায় গিজগিজ করছে নানা রঙের ফুল। এক ঝলক দেখলে এমতিেই চোখ ধাঁধাবে। তার মধ্যে থেকেই খুঁজে বের করতে হবে পাঁচটি প্রজাপতি।
মন দিয়ে খুঁজে দেখুন তো। ছবি: ইনস্টাগ্রাম
আপনি কি খুঁজে পেলেন প্রজাপতিগুলিকে। ছোট্ট একটু ইঙ্গিত রইল আপনার জন্য। প্রজাপতি গুলির দু’টোর রং হলুদ একটি সবুজ, একটি কমলা আর একটি সাদা রঙের। কিন্তু মুশকিল হল এই সবক’টি রঙের অনেক ফুলও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছবিতে। ১৫ সেকেন্ডের মধ্যে তাদের খুঁজে পেলে বুঝতে হবে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ। না হলে নয়।
তবে আপনি যদি এর পরও খুঁজে না পেয়ে থাকেন প্রজাপতিগুলি তবে নীচে দেওয়া রইল সমাধান। এই ছবিতে প্রজাপতি গুলিকে লাল রং দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
ধাঁধার সমাধান ছবি: ইনস্টাগ্রাম