ছবি : ইনস্টাগ্রাম।
আপনার কি ‘সুপার ভিশন’ আছে? অর্থাৎ আপনি কি যা দেখা প্রায় অসম্ভব, তা-ও দেখে ফেলতে পারেন? এমন তুখোড় দৃষ্টিশক্তির অধিকারী পৃথিবীর মোট জন সংখ্যার মাত্র ১ শতাংশ। আপনি কি সেই বিরল শ্রেণিতে পড়েন? চোখের দম কত, তার পরীক্ষা করে দেখতে পারেন এখানে। এই ছবিটি সে ভাবেই বানানো। হাঙ্গেরিয়ান গ্রাফিক শিল্পী গার্গলি ডুডাস জানিয়েছেন, এই ছবি থেকে যদি ১০ সেকেন্ডে একটি সাদা রঙের ডিম খুঁজে বের করতে পারেন তবে আপনার চোখের বিরল জ্য়োতির তারিফ না করে পারা যাবে না।
চোখের ধাঁধা। খুঁজে বের করতে হবে একটি মাত্র সাদা ডিম। ছবি: ইনস্টাগ্রাম
সবুজ ঘাসের মধ্যে ঘাসফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছবিতে। বুনো ঝোপেও ফুটে রয়েছে ফুল। গোটা ছবিটাতেই সবুজ আর সাদা রঙের আঁকিবুকি। আর তার মধ্যেই পড়ে রয়েছে অজস্র রং বেরঙের ডিম। তবে ধবধবে সাদা কেবল একটিই।
সেই সাদা ডিমটিই খুঁজে বের করতে হবে আপনাকে। যে ডিমে কোনও রঙের দাগ নেই। নিটোল সাদা। তবে ঘাসের মধ্যে ঘোরাফেরা গোল গাল কয়েকটা খরগোশ সমস্যা বাড়িয়ে দিয়েছে। রঙিন ডিমের ভিড়ে সাদা ডিম খুঁজে পাওয়ার কাজটাও তাই কঠিন হয়ে উঠেছে।
কিন্তু সুপারভিশনের পরীক্ষা তো সহজ হতে পারে না। ১০ সেকেন্ড পেরিয়ে গেলে আর একটু নীচে নেমে সমাধানে চোখ রাখতে পারেন। তবে সুপারভিশন না থাকলেও ভেঙে পড়ার কারণ নেই। অন্তর্দৃষ্টিই জরুরি।
ধাঁধার সমাধান। ছবি: ইনস্টাগ্রাম