viral video

পোষ্যের মতো আচরণ সামুদ্রিক জীবের! বল নিয়ে মানুষের সঙ্গে মজার খেলায় মাতল বেলুগা তিমি

স্পিড বোটে ভাসতে ভাসতে এক বেলুগা তিমির সঙ্গে বল ছোড়াছুড়ির খেলা খেলছেন এক ব্যক্তি। মজাদার সেই দৃশ্যের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৩:২৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

কে বলবে সামুদ্রিক প্রাণী! হাবেভাবে যেন বাড়ির পোষ্য। এক ইশারাতেই খেলার সঙ্গীর নির্দেশ মেনে চলছে শান্ত ভাবে। ঢেউয়ের তালে তালে শরীর ভাসিয়ে বল খুঁজে নিয়ে ফেরত আসছে। স্পিড বোটে ভাসতে ভাসতে এক বেলুগা তিমির সঙ্গে বল ছোড়াছুড়ির খেলা খেলছেন এক ব্যক্তি। মজাদার সেই দৃশ্যের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি মন কেড়ে নিয়েছে নেটাগরিকদের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মাঝারি আকারের বেলুগা তিমির সঙ্গে মাঝ সমুদ্রে বল নিয়ে খেলায় মেতেছেন এক তরুণ। তিনি একটি বোটের উপর থেকে বল ছুড়ে দিচ্ছেন সমুদ্রে। ইশারা পেতেই সঠিক দিশায় গিয়ে বলটি মুখে করে কুড়িয়ে নিয়ে তরুণের হাতে ফেরত দিচ্ছে তিমিটি। বোট থেকে ঝুঁকে তিমির মুখ থেকে বলটি নিয়ে আবার সমুদ্রে ফেলে দিচ্ছেন তিনি। সেই খেলা দেখে মুগ্ধ হয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। মাত্র কয়েক দিন আগে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ বার দেখা হয়েছে। এক লক্ষের বেশি মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ভিডিয়োয়।

বেলুগারা সাদা তিমি নামেও পরিচিত। বিশেষ আওয়াজ বা ডাকের জন্য এরা বিখ্যাত। পূর্ণবয়স্ক বেলুগা তিমির সারা শরীর সাদা হলেও বাচ্চা অবস্থায় গায়ের রং থাকে গাঢ় ধূসর। মাথা সামনের দিকে উঁচু। তাই এদের আলাদা করে চিনে নিতে বেগ পেতে হয় না। এই প্রজাতির তিমি ৬০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এদের সাধারণত গ্রিনল্যান্ড, উত্তর নরওয়ে এবং রাশিয়ার আশেপাশে বরফের জলে বসবাস করতে দেখা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement