Tufanganj Mahavidyalaya

গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ মহাবিদ্যালয়! আহত বেশ কয়েক জন

দিন কয়েক আগে কলেজ চলাকালীন ছাত্র সংসদের কার্যালয়ে বসে ছাত্রনেতা ধীমানের বিরুদ্ধে মদ্যপান করার অভিযোগ ওঠে। যদিও তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা অভিযোগ অস্বীকার করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০১:৫৯
Share:

কোচবিহারের তুফানগঞ্জ মহাবিদ্যালয়। —নিজস্ব চিত্র।

তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ মহাবিদ্যালয়। কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েক জন। আহতদের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ধীমান দেউড়ি এবং তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাস তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

দিন কয়েক আগে কলেজ চলাকালীন ছাত্র সংসদের কার্যালয়ে বসে ছাত্রনেতা ধীমানের বিরুদ্ধে মদ্যপান করার অভিযোগ ওঠে। যদিও তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন, এআই দিয়ে বানানো হয়েছে ওই ভিডিয়ো। এর পর, সোমবার এই নিয়েই কলেজে ঝামেলা হয় তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে।

অভিযোগ, ধীমান এবং তাঁর বন্ধুরা কলেজের সামনে যখন দাঁড়িয়েছিলেন, সেই সময় সমীর দলবল নিয়ে তাঁদের উপর চড়াও হন। ধীমান এবং তাঁর বন্ধুদের উপর হামলা চালানো হয়। সেই হামলায় ধীমান এবং সাগর বর্মন-সহ অন্যান্যদের মারধর করার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ব্লেড দিয়ে পিঠে আঘাত এবং লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারারও অভিযোগ ওঠে সমীর এবং তাঁর দলবলের বিরুদ্ধে। অপর দিকে সমীরের অভিযোগ, কিছু দিন আগে কলেজের ছাত্র সংসদের কার্যালয়ে মদের আসর বসানোর ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে ধীমানকে দেখা গিয়েছিল। সেই সময় ওই ঘটনার প্রতিবাদে সমীর এবং এলাকার লোকজন আন্দোলন করেন। সমীরের অভিযোগ, সেই কারণেই ধীমান তাঁর উপর হামলা চালান। তাঁকে মারধর করেন। সংঘর্ষের জেরে আহত ধীমান এবং সমীর দু’জনেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement