Metro PDA Controversy

বেঙ্গালুরুর পর দিল্লি, মেট্রোর কামরায় মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠ যুগল! নেটপাড়ায় উঠল নিন্দার ঝড়, তৈরি বিতর্ক

ভিডিয়োয় দাবি করা হয়েছে যে, ঘটনাটি দিল্লি মেট্রোর অন্দরে ঘটেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১২:৩৮
Share:
Old incident of Couple cuddling inside metro creates new controversy

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সম্প্রতি বেঙ্গালুরু মেট্রোয় এক যুগলের ঘনিষ্ঠ হওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে হইচই পড়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার মধ্যেই একটি ভিডিয়োকে কেন্দ্র করে আবার আলোড়ন তৈরি হয়েছে সমাজমাধ্যম জুড়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি এক বছরেরও বেশি আগে ক্যামেরাবন্দি করা হয়েছিল। বেঙ্গালুরু মেট্রোকাণ্ডের আবহে নতুন করে ভাইরাল হয়েছে সেটি।

Advertisement

ওই ভিডিয়োয় এক তরুণ যুগলকে মেট্রোর কামরার মেঝেয় বসে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে যে, ঘটনাটি দিল্লি মেট্রোর অন্দরে ঘটেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা জানা যায়নি। সামাজিক দায়িত্ব হিসাবে আনন্দবাজার ডট কম সেই ভিডিয়ো প্রকাশ না করারও সিদ্ধান্ত নিয়েছে।

ভিডিয়ো অনুযায়ী, মেট্রোর কামরার মেঝেয় বসে অনুপযুক্ত আচরণ করছিলেন এক যুগল। প্রেমিকাকে কোলে শুইয়ে আদর করছিলেন এক তরুণ। তাঁদের চারপাশে অন্য যাত্রীরাও ছিলেন। যুগলের কর্মকাণ্ড দেখে অস্বস্তিতে পড়েন তাঁরা। ভিডিয়োটি পুরোনো হওয়া সত্ত্বেও তা আলোড়ন ফেলেছে সমাজমাধ্যমে। প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকাদের আদর বা ঘনিষ্ঠ হওয়া ভারতে বেশির ভাগ সময়েই কড়া প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এ ক্ষেত্রেও বিতর্ক তৈরি হয়েছে। নিন্দার ঝড় উঠেছে। যুগলের আচরণকে অশালীন তকমা দিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement