Nun

Model Kissing: রাস্তায় ঠোঁটে ঠোঁটে চুম্বন দুই মহিলার, ‘শয়তান’ বলে চিৎকার করে তেড়ে এলেন সন্ন্যাসিনী

ইটালির রাস্তায় একটি টিভি শোয়ের শুটিং চলছিল। চিত্রনাট্যের প্রয়োজনে রাস্তাতেই চুম্বন করছিলেন অভিনেত্রী-মডেল সেরেনা ডি ফেরারি এবং কিশান উইলসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৩:৩০
Share:

দুই মহিলাকে চুম্বন করা থেকে বিরত রাখতে উদ্যত হন ওই সন্ন্যাসিনী।

রাস্তাতে দুই মহিলার চুম্বন। দেখতে পেয়ে তেড়ে এলেন খ্রিস্টান সন্ন্যাসিনী। দুই মহিলাকে চুম্বন করা থেকে বিরত রাখতে উদ্যত হন ওই সন্ন্যাসিনী। দুই মহিলার চুম্বনের জন্য ‘শয়তান’কে দায়ী করে রীতিমতো হুলস্থুল বাঁধান। ওই সন্ন্যাসিনীর কাণ্ড দেখে প্রথমে চমকে গেলেও পরে হেসে লুটিয়ে পড়েন চুম্বনরত দুই মহিলা। ইটালির নেপলসে এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

নেপলসের রাস্তায় একটি টিভি শোয়ের শুটিং চলছিল। চিত্রনাট্যের প্রয়োজনে রাস্তাতেই চুম্বন করছিলেন অভিনেত্রী-মডেল সেরেনা ডি ফেরারি এবং কিশান উইলসন। তা দেখতে পেয়ে হঠাৎই তাঁদের দিকে তেড়ে আসেন ওই সন্ন্যাসিনী। তাঁদের আলাদা করতে হাত ধরে টানাটানিও শুরু করেন। মহিলা হয়ে অন্য মহিলাকে চুমু খাওয়ার ‘অপরাধে’ অভিনেত্রীদের বকাঝকা করেন। এমনকি, তাঁদের উপর শয়তান ভর করেছে বলে চিৎকারও শুরু করেন। তিনি চিৎকার করে বলতে শুরু করেন, ‘‘এ তোমরা কী করছ! এটা শয়তানের কাজ।’’ সন্ন্যাসিনীর কাণ্ড দেখে উপস্থিত আরও অনেকে হাসতে শুরু করেন। এর পর আরও রেগে যান ওই মহিলা।

এই নিয়ে একটি ভিডিয়ো বিভিন্ন নেটমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement