ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গভীর রাত। নৈশভোজ করে ঘুমিয়ে পড়ার কথা সকলের। কিন্তু উপরের ঘর থেকে জোরে হিন্দি গান বাজানোর শব্দ ভেসে আসছে। হস্টেলের তরুণীদের বকাবকি করতে সঙ্গে সঙ্গে সিঁড়ি ভেঙে উপরে যান হস্টেলের ওয়ার্ডেন। শব্দের উৎস অনুসরণ করে একটি ঘরে গিয়ে দেখেন, পুরোপুরি পার্টির মেজাজ সেখানে। রঙিন আলোয় ঘরে আলো-আঁধারির খেলা। তার মধ্যেই বেজে চলেছে ‘ওমকারা’ ছবির গান ‘বিড়ি জ্বালাইলে’।
সেই গানের সঙ্গে তুরীয় মেজাজে নাচছেন হস্টেলের তরুণীরা। ওয়ার্ডেন তো দেখেই থ! বকুনি দেবেন কী! তাঁকে নিয়েই নাচ করতে শুরু করে দিলেন অন্য তরুণীরা। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নিধি_০.০’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, গান চালিয়ে একটি ঘরে নাচছেন তরুণীরা। সেই নাচ দেখে অবাক হয়ে যান এক মহিলা। গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। সেই মহিলার হাত ধরে ঘরের মাঝে নিয়ে গেলেন তরুণীরা। তার পর মহিলার সঙ্গে নাচ করতে শুরু করলেন তাঁরা। জানা গিয়েছে ওই মহিলা হস্টেলের ওয়ার্ডেন। তাঁর হস্টেলেই থাকেন তরুণীরা।
নতুন বছর উদ্যাপন উপলক্ষে রাতে পার্টির আয়োজন করেছিলেন হস্টেলের তরুণীরা। কিন্তু গানের আওয়াজ কানে পৌঁছে যায় ওয়ার্ডেনের। তরুণীদের বকুনি দিতে ঘরে গিয়েছিলেন ওয়ার্ডেন। কিন্তু পার্টির মেজাজ দেখে সমস্ত রাগ গলে যায়। তরুণীদের সঙ্গে নাচতে শুরু করলেন তিনিও। এই ঘটনাটি মুম্বইয়ের একটি হস্টেলে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘তরুণীদের ভাগ্য খুবই ভাল। আমাদের ওয়ার্ডেন হলে তখনই নাচগান বন্ধ হয়ে যেত। এমন বকুনি দিতেন যে , পার্টিই করা যেত না।’’