ছবি: সংগৃহীত।
গাড়ি চুরির সন্দেহে যুবককে বেঁধে তাঁর মলদ্বারে লঙ্কার গুঁড়ো ভরে দিল জনতা! এমনই অমানবিকতার দৃশ্য দেখা গেল বিহারে। বিহারের আরারিয়ায় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যা নিয়ে হইচই পড়েছে সারা বিহার জুড়ে (যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাড়ি চোর সন্দেহে ওই যুবককে ধরে প্রথমে তাঁর হাত-পা বেঁধে দেন স্থানীয় কয়েক জন যুবক। এর পর তাঁর প্যান্ট খুলে মলদ্বারে লঙ্কার গুঁড়়ো ভরে দেওয়া হয়। যন্ত্রণায় কাতরাতে থাকেন যুবক। তিনি ছেড়ে দেওয়ার আর্তি জানালেও বেশ কিছু ক্ষণ সেই অত্যাচার চলতে থাকে।
সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতে তৎপর হয়েছে পুলিশ-প্রশাসন। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে আরারিয়া পুলিশ জানিয়েছে যে, যুবকের উপর অমানবিক অত্যাচারের ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওই পোস্টে লেখা, ‘‘এই ঘটনা আরারিয়া থানা এলাকার আওতায় পড়ে। চুরির অভিযোগে ধরে এক যুবককে অত্যাচার করা হয়েছে। এক জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
পুরো বিষয়টিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারের দিকে আঙুল তুলেছেন বিরোধী আরজেডি নেতারা। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতে তা সমাজমাধ্যমেও আলোড়ন ফেলেছে।