Delhi Metro Viral Video

চলন্ত মেট্রো রেলে যৌন ক্রীড়ায় মত্ত তিন যাত্রী! একাধিক ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্নে নিরাপত্তা

ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে ভিডিয়োগুলি সমাজমাধ্যমে ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে মেট্রোয় যাতায়াতকারী অন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৬:৩৭
Share:

যে ভিডিয়োটিতে দিল্লি মেট্রোর রেক দেখা যাচ্ছে, তাতে ডিজিটাল বোর্ডে লেখা— ‘পরবর্তী স্টেশন দিল্লি ক্যান্টনমেন্ট।’ প্রতীকী ছবি।

দু’টি ভাইরাল ভিডিয়োয় ধরা পড়েছে দৃশ্যগুলি। দু’টি ভিডিয়োতেই দেখা যাচ্ছে স্থান-কাল-পাত্র ভুলে মেট্রোরেলের ভিতরে প্রকাশ্যেই যৌনাচারে মেতেছেন তিন জন।

Advertisement

ভিডিয়ো দু’টি দিল্লি মেট্রোর চলন্ত ট্রেনের ভিতরে তোলা হয়েছে বলে দাবি। একটিতে দিল্লির পিঙ্ক লাইন মেট্রোর ডিজিটাল বোর্ডও দৃশ্যমান। অন্যটিতে দেখা যাচ্ছে মেট্রোর রেকের দরজা। সেই দরজার কাচের ওপারে স্পষ্ট যাচ্ছে দ্রুত সরে যাওয়া আলোও। বোঝা যাচ্ছে ট্রেনটি চলছে। সেই চলন্ত ট্রেনেই এক যুবককে দেখা যাচ্ছে হিতাহিত জ্ঞান ভুলে যাত্রীদের সামনেই স্বমেহন করতে। অন্য ভিডিয়োয় দেখা যাচ্ছে দু’জন পুরুষকে। আপত্তিকর অবস্থায় ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে তাঁরা। একজনের প্যান্ট কোমর থেকে নেমে গিয়েছে। অন্যজন হাঁটু গেড়ে বসে আছেন তাঁর ঠিক সামনে।

ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে ভিডিয়োগুলি সমাজমাধ্যমে ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে মেট্রোয় যাতায়াতকারী অন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিয়ে। একটি ভিডিয়োয় দিল্লি মেট্রোর রেক স্পষ্ট বোঝা গেলেও অন্যটি দিল্লি মেট্রোয় তোলা হয়েছে কি না তা বোঝা যাচ্ছে না। তবু ইতিমধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

যে ভিডিয়োটিতে দিল্লি মেট্রোর রেক দেখা যাচ্ছে, তাতে ডিজিটাল বোর্ডে লেখা— ‘পরবর্তী স্টেশন দিল্লি ক্যান্টনমেন্ট।’ তার নীচেই এক যুবককে দেখা যাচ্ছে মোবাইলে কিছু একটা দেখতে দেখতে স্বমেহন করতে। তাঁর পাশে বসে থাকা এক যুগল দ্রুত তাঁদের আসন বদলালেও সেদিকে যুবকের ভ্রুক্ষেপ নেই। পাশে বসে থাকা এক বয়স্ক মহিলার সামনেই একান্ত যৌনক্রীড়ায় মেতেছেন তিনি।

সম্প্রতি যাত্রীদের নানা কাণ্ড কারখানায় বার বার আলোচনায় আসছে দিল্লি মেট্রো। এ বার মেট্রোর কামরায় এক যুবকের কাণ্ডে হতবাক সকলে। মেট্রোর কামরায় দাঁত মাজলেন যুবক! এমন কাণ্ডই সম্প্রতি প্রকাশ্যে আসে।

কিছু দিন আগেই শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় উঠে সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন দিল্লির তরুণী রিদ্‌‌ম চানানা। তাঁকে দেখে অনেকেই অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। অনেকে তাঁকে ‘দিল্লির উরফি’ তকমা দিয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিল্লি মেট্রোর অন্দরে যুগলের চুম্বন দৃশ্য ভাইরাল হয়েছিল। তার পর দিল্লি মেট্রোয় ডেনিম স্কার্ট পরে ২ যুবকের ভিডিয়ো প্রকাশ্যে আসে।এ বার প্রকাশ্যে মেট্রোরেলের ভিতরে প্রকাশ্যে যৌনাচারের ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement