Tap Watermelon

ফল কল! এই কল খুললেই জলের বদলে পড়বে ফলের রস, কী ভাবে বানাবেন? শেখালেন তরুণী

তিনি হাতে কলমে দেখাচ্ছেন, কী ভাবে ওই ফলের রসের কল তৈরি করা যায়? তবে শেখার আগে একটা বিষয় জেনে নেওয়া দরকার, ছোট্ট ফলে এমন কল বসানো মুশকিলই নয়, না-মুমকিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৯:১৯
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

দেখলে এক খানা তরমজুই মনে হবে। কিন্তু আসলে তরমুজ নয়। এ হল তরমুজের কল। কলে খুলে তলায় গ্লাস ধরলেই ফলের রসে ভরে যাবে গ্লাস। আর তা পড়বে সত্যিকারের ফল থেকেই।

Advertisement

ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই ফলের রসের কলের ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, এক তরুণী একটি আস্ত তরমুজের গায়ে লাগানো কল খুলতেই তাঁর হাতের বরফ দেওয়া গ্লাসে তর তরিয়ে ভরছে তরমুজের রস। আয়েস করে সেই ফলের রস খাচ্ছেন তরুণী।

তার পরে তিনি হাতে কলমে দেখাচ্ছেন, কী ভাবে ওই ফলের রসের কল তৈরি করা যায়? তবে শেখার আগে একটা বিষয় জেনে নেওয়া দরকার, ছোট্ট ফলে এমন কল বসানো মুশকিলই নয়, না-মুমকিন। অর্থাৎ ফল বড় হতে হবে। মজবুতও।

Advertisement

তরমুজ সেই সব শর্ত পূরণ করে বলে তরমুজকেই বেছে নিয়েছেন তরুণী। তার পর ধাপে ধাপে দেখিয়েছেন কী ভাবে তরমুজের শাঁসকে লেবুর রস, সোডা, আর বিয়ার দিয়ে মকটেল বানিয়েছেন তিনি। তার পর সেই পানীয় ঢেলে দিয়েছেন তরমুজের খোলে। চাইলে বানাতে পারেন আপনিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement