ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
শুঁড়ে জড়িয়ে হলুদ রঙের পাইপ। তা দিয়ে মনের সুখে নিজে নিজে স্নান করেছে হাতি। কখনও শুঁড় তুলে সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। কখনও বা পা তুলে পায়ের তলায় জল দিচ্ছে। হাতির স্নানের এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নিউসায়েনটিস্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, শুঁড় দিয়ে জলের পাইপ পেঁচিয়ে নিজেকেই স্নান করাচ্ছে একটি হাতি। ভিডিয়ো থেকে জানা গিয়েছে, এশীয় হাতিটির নাম ম্যারি। বার্লিনের এক চিড়িয়াখানার এই ঘটনাটি ঘটেছে। মনে একরাশ আনন্দ নিয়ে স্নান করে চলেছে সে। পাইপ দিয়ে যখন ম্যারি জল ছেটাতে ব্যস্ত, তখন পাইপ ধরে টান মারল অন্য এক হাতি। জানা যায়, সেই হাতিটির নাম আঞ্চলি। পাইপ টেনে নিয়ে খেলা করছে সে।
হাতির স্নান করার ভিডিয়ো দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘হাতিটি তো খুব চালাক। কী সুন্দর নিজে নিজে স্নান করে ফেলছে।’’ আবার অন্য এক নেটাগরিক বলেছেন, ‘‘স্নান করে হাতিটি ভালই মজা পেয়েছে। তাই সারা শরীরে জল ছেটাচ্ছে।’’