Mango

‘আম খাও, ইনাম পাও’ স্লোগানে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করল বিহার

বিহারের পশ্চিম চম্পারণ জেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সরকারের তরফেই। কৃষি দফতরের অধীন উদ্যান পালন বিভাগের উদ্যোগে দু’দিন ধরে চলেছে এই প্রতিযোগিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ২০:২৬
Share:

প্রতীকী ছবি।

এমনই প্রতিযোগিতা যেখানে জিতলেও লাভ, আবার হারলেও লাভ। কারণ প্রতিযোগিতা আম খাওয়ার। সুস্বাদু আম খেতে হবে। আবার সেই আম খাওয়ার জন্য দেওয়া হবে পুরস্কারও। ‘আম খাও ইনাম পাও’ স্লোগান দিয়ে এমনই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিহারে। সেই প্রতিযোগিতার ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

Advertisement

বিহারের পশ্চিম চম্পারণ জেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সরকারের তরফেই। কৃষি দফতরের অধীন উদ্যান পালন বিভাগের উদ্যোগে দু’দিন ধরে চলেছে এই প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করেছিলেন বহু প্রতিযোগী। সেই প্রতিযোগিতার ভিডিয়ো দেখে পুলকিত হয়েছেন নেটাগরিকেরা।

ভিডিয়োয় দেখা যাচ্ছে সামনে আমের ঝুড়ি নিয়ে বসে একের পর এক আম খেয়েই চলেছেন প্রতিযোগীরা। আমপ্রেমীরা আফশোস করেছেন, তাঁদের এলাকায় এমন প্রতিযোগিতার আয়োজন হয় না বলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement