Bizarre

মাসে ৮২ হাজার টাকা বেতনেও সংসার চলে না, গৃহঋণ শোধ করতেই বেহাল দশা তরুণের!

তরুণের জীবনের সমস্যার মূল হল তাঁর বেতন। প্রতি মাসে ৮২ হাজার টাকা বেতন পান তরুণ। কিন্তু তাতে সংসার চলে না তাঁর। গৃহঋণ শোধ করতেই বেতনের অধিকাংশ খরচ করে ফেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ০৯:৩৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রতি দিন সকাল ৯টায় অফিসে চলে যান তরুণ। বিকেল গড়িয়ে যেতেই অফিসের কাজ শেষ হয়ে যায় তাঁর। ৬টায় অফিস শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে বাড়ি পৌঁছে যান তিনি। সন্ধ্যা ৭টা থেকে স্ত্রীর জন্য বাঁধাধরা সময়। রাত সাড়ে আটটায় নৈশভোজ সেরে ফেলেন তরুণ। তার পর একেবারেই ফাঁকা সময় তাঁর। বই পড়তে ভালবাসেন। তবে গল্পের বই হলে চলবে না। ইতিহাস অথবা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে ভালবাসেন তিনি। তাই সেই বিষয়ের উপরেই বই পড়েন তরুণ।

Advertisement

ঘড়ির কাঁটা ১১টার ঘরে পৌঁছতে না পৌঁছতেই ঘুমিয়ে পড়েন তিনি। সময় ধরেই প্রতি দিন কাটে তাঁর। কিন্তু তরুণের জীবনের সমস্যার মূল হল তাঁর বেতন। প্রতি মাসে ৮২ হাজার টাকা বেতন পান তরুণ। কিন্তু তাতে সংসার চলে না তাঁর। গৃহঋণ শোধ করতেই বেতনের অধিকাংশ খরচ করে ফেলেন তিনি। সমাজমাধ্যমে সেই কথা জানিয়ে তরুণ আয় করার অন্য পথের ঠিকানা জানতে চেয়েছেন।

তরুণ জানান, তিনি জনসাধারণের সামনে বক্তৃতা করতে পছন্দ করেন। তা ছাড়াও ক্রেতা পরিষেবা নিয়ে সম্যক জ্ঞান রয়েছে তাঁর। প্রযুক্তিগত দিক থেকেও খুব একটা কাঁচা নন তিনি। কোন কোন অ্যাপে কাজ করতে তিনি পারদর্শী তা-ও জানিয়েছেন তরুণ। প্রতি মাসে অন্তত অতিরিক্ত ১৫ থেকে ২০ হাজার টাকা উপার্জন করতে চান তিনি। তাঁর প্রাত্যহিক জীবনের সঙ্গে খাপ খেতে পারে এমন কোনও পেশা রয়েছে কিনা তার খোঁজ নিতে নেটব্যবহারকারীদের শরণাপন্ন হয়েছেন তরুণ।

Advertisement

তরুণ জানান, তিনি ছোট শহরে থাকেন যেখানে চাকরির সুযোগ খুব কম। পরিবারের জন্য চাকরি নিয়ে বাইরেও যেতে পারবেন না তিনি। তরুণের পরিস্থিতি দেখে এক জন নেটাগরিক পরামর্শ দিয়ে লিখেছেন, ‘‘আপনি কোনও কলেজে অতিথি শিক্ষক (গেস্ট লেকচারার) হিসাবে যোগদান করতে পারেন। আপনার পছন্দের বিষয় নিয়ে পড়াতে পারেন।’’ আবার এক জনের মন্তব্য, ‘‘আপনি ইউটিউবে নিজের চ্যানেল খুলে ফেলুন। বাড়ি বসে আয় করার সহজ উপায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement