Siliguri Incident

চলন্ত অবস্থায় দু’টি চাকা খুলে গেল স্কুলবাসের! শিলিগুড়িতে অল্পের জন্য রক্ষা পড়ুয়াদের

মঙ্গলবার সকালে শিলিগুড়ির কাছে ফুলবাড়ি এলাকার একটি স্কুলে পড়ুয়াদের নিয়ে রওনা দিয়েছিল স্কুলবাসটি। জলপাই মোড়ের কাছে হঠাৎই চলন্ত বাসের পিছনের দু’টি চাকা খুলে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৬:২০
Share:

শিলিগুড়িতে স্কুলবাসের চাকা খুলে বিপত্তি। —নিজস্ব চিত্র।

চলন্ত বাসের দু’টি চাকা খুলে গিয়ে বিপত্তি! শিলিগুড়িতে বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন স্কুলপড়ুয়ারা।

Advertisement

মঙ্গলবার সকালে শিলিগুড়ির কাছে ফুলবাড়ি এলাকার একটি স্কুলে পড়ুয়াদের নিয়ে রওনা দিয়েছিল স্কুলবাসটি। জলপাই মোড়ের কাছে হঠাৎই চলন্ত বাসের পিছনের দু’টি চাকা খুলে যায়। মাঝরাস্তায় থমকে যায় বাসটি। পরে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে বাসটিকে সরায়।

তবে বাসে থাকা পড়়ুয়াদের কারও কোনও চোট-আঘাত লাগেনি। স্থানীয়দের বক্তব্য, হঠাৎই প্রচন্ড শব্দ করে বাসটি দাঁড়িয়ে পড়ে। কিছু ক্ষণ পরে টের পাওয়া যায় যে, বাসটির দু’টি চাকা খুলে গিয়েছে। তবে পড়ুয়ারা সুরক্ষিত থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। একই সঙ্গে বাসের রক্ষণাবেক্ষণ এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement